IQNA

'মুসলিম দিবস' উপলক্ষে নিউ ইয়র্কে ‌র‌্যালী

21:18 - September 26, 2016
সংবাদ: 2601640
আন্তর্জাতিক ডেস্ক: 'মুসলিম দিবস' উপলক্ষে নিউ ইয়র্কের ম্যানহাটন শহরের মুসলমানেরা ২৫শে সেপ্টেম্বর শান্তি র‌্যালী বের করেছে।
'মুসলিম দিবস' উপলক্ষে নিউ ইয়র্কে ‌র‌্যালী
বার্তা সংস্থা ইকনা: ম্যানহাটন শহরের ৩৭ নম্বর রোড থেকে ৩১তম বার্ষিকী শান্তি র‌্যালীটি বের হয়। মুসলমানেরা হাতে গোলাপফুল এবং আমেরিকার পতাকা নিয়ে রাস্তায় এই র‌্যালী বের করেন।

ম্যানহাটনের রাস্তায় বাদ্যযন্ত্র, কবিতা, গজল, হালাল খাদ্য ও পানিয় বিতরণ এবং পারিবারিক ও বন্ধুত্বমূলক কর্মসূচির মাধ্যমে মুসলিম শান্তিপূর্ণভাবে দিবস পালন করেন।

শান্তি র‌্যালীর নেতৃত্ব প্রদান করেন সেদেশের যুদ্ধ নিহত মুসলিম সৈনিকের পিতা খাজার খান। এছাড়াও নিউ ইয়র্কের মুসলিম পুলিশ অফিসাগণও এই র‌্যালীতে অংশগ্রহণ করেন। গতকাল অনুষ্ঠিত শন্তি র‌্যালীটি 'আল্লাহ ও দেশের জন্য' শ্লোগান প্রদানের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।

iqna


captcha