IQNA

শিমন পেরেজ শান্তি নয়, অশান্তির প্রতীক ছিলেন: ইসলামিক জিহাদ

22:13 - September 29, 2016
সংবাদ: 2601659
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদ ঘোষণা করেছে, ইহুদিবাদী ইসরাইলের সাবেক প্রেসিডেন্ট শিমন পেরেজ সন্ত্রাসবাদের প্রতীক ছিলেন। শান্তির ক্ষেত্রে তার কোনো অবদান নেই। পেরেজের মৃত্যুর পর ইসলামিক জিহাদের পক্ষ থেকে এক প্রতিক্রিয়ায় সংগঠনটির গণমাধ্যম বিষয়ক দপ্তরের প্রধান দাউদ শাহাব এ তথ্য জানিয়েছেন।

বার্তা সংস্থা ইকনা: তিনি বলেন, শিমন পেরেজ আজীবন ফিলিস্তিনিদের বিরুদ্ধে অপরাধ করে গেছেন। তার কারণে অসংখ্য ফিলিস্তিনি আজও শরণার্থী হিসেবে কোনোমতে দিনাতিপাত করছেন। পশ্চিমা গণমাধ্যম পেরেজকে শান্তি-মানব হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। কিন্তু তারা তাতে সফল হবে না। 

দাউদ শাহাব বলেন, ফিলিস্তিনিরা ইহুদিবাদী নেতাদের বিচারের দাবি থেকে সরে আসবে না। 

মারাত্মক স্ট্রোক করার দু সপ্তাহ পর ইহুদিবাদী ইসরাইলের সাবেক প্রেসিডেন্ট শিমন পেরেজ গতকাল (বুধবার) মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর।

শিমন পেরেজ তার সাত দশকের রাজনৈতিক জীবনে ইসরাইলের জন্য বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি ইহুদিবাদী সামরিক বাহিনীর প্রধান ও সর্বশেষ তিনি ইসরাইলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

শিমন পেরেজ প্রেসিডেন্ট থাকার সময় ২০০৭ ও ২০১৪ সালে অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইল দুদফায় পূর্ণাঙ্গ যুদ্ধ করেছে। ইহুদিবাদীদের হামলায় শহীদ হয়েছেন অন্তত ৩,৭০০ ফিলিস্তিনি।

captcha