দাউদ শাহাব বলেন, ফিলিস্তিনিরা ইহুদিবাদী নেতাদের বিচারের দাবি থেকে সরে আসবে না।
মারাত্মক স্ট্রোক করার দু সপ্তাহ পর ইহুদিবাদী ইসরাইলের সাবেক প্রেসিডেন্ট শিমন পেরেজ গতকাল (বুধবার) মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৩ বছর।
শিমন পেরেজ তার সাত দশকের রাজনৈতিক জীবনে ইসরাইলের জন্য বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি ইহুদিবাদী সামরিক বাহিনীর প্রধান ও সর্বশেষ তিনি ইসরাইলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
শিমন পেরেজ প্রেসিডেন্ট থাকার সময় ২০০৭ ও ২০১৪ সালে অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইল দুদফায় পূর্ণাঙ্গ যুদ্ধ করেছে। ইহুদিবাদীদের হামলায় শহীদ হয়েছেন অন্তত ৩,৭০০ ফিলিস্তিনি।