IQNA

ইমাম হুসাইনের(আ.) নামে ইমাম মাহদী তার বিপ্লব শুরু করবেন

17:55 - October 13, 2016
সংবাদ: 2601757
আন্তর্জাতিক ডেস্ক:রাজয়াত সম্পর্কে যে হাদিস বর্ণিত হয়েছে তা থেকে বোঝা যায় যে, ইমাম মাহদীর হুকুমতের শেষের দিকে ইমাম হুসাইনের রাজয়াত ঘটবে। তিনি তার বিশ্বস্ত সাথীদের নিয়ে ফিরে আসবেন এবং সবার সামনে নিজের পরিচয় তুলে ধরবেন।

শাবিস্তানের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ইমাম মাহদী(আ.) ইমাম হুসাইনের নামে তার বিপ্লব শুরু করবেন এবং বলবেন: (الا یا اهل العالم! انا الامام القائم... ان جدی الحسین قتلوه عطشانا...) হে বিশ্ববাসী আমি হচ্ছে ইমাম মাহদী আমার দাদা হুসাইন(আ.) পিপাসিত অবস্থায় শাহাদাত বরণ করেছিলেন আমি তার প্রতিশোধ নিতে এসেছি।

সুতরাং ইমাম মাহদীর অনুসারীদের উচিত তারা যেন কারবালার থেকে শিক্ষা নেয় ইমামে জামানাকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকে এবং কোন বাধাই যেন তাদেরকে এই পথ থেকে দূরে সরাতে না পারে।

বর্তমান যুগে যারা ইয়াজিদের অনুসারী তাদের বিরুদ্ধে ইমাম হুসাইন (আ.)এর অনুসারীদেরকে রুখে দাঁড়াতে হবে। বর্তমান মুসলিম বিশ্বের শাসকরা সৎ শাসনের মাধ্যমে সমাজ পরিচালনা করে না। তারা প্রকৃতপক্ষে ইসলামি আদর্শের প্রতিফলন ঘটায় না। তারা ইসলাম থেকে বিচ্যুত হয়ে সাম্রাজ্যবাদের দালাল হয়ে মুসলমানদের শাসন ও শোষণ করছে। এ অবস্থা থেকে বের হতে হলে ইমাম হুসাইন (আ.)এর আদর্শকে গ্রহণ এবং সংগ্রাম করতে হবে।

অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আর এ প্রতিবাদের সময় সর্বোচ্চ ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে। প্রয়োজন হলে ইমাম হুসাইন (আ.) এর মত জীবন বিসর্জন দিতে হবে। শাহাদাতবরণ করতে হবে। আর শাহাদাতের সংস্কৃতিকে সমাজের মধ্যে উজ্জীবিত করতে হবে, তাহলেই বর্তমান যুগের ইয়াজিদদের মোকাবেলা করা সম্ভব হবে।
captcha