বার্তা সংস্থা ইকনা: মরহুম 'মুহাম্মাদ তাকি মুরাত' কানাডার টরন্টো শহরে ইন্তেকাল করেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭২ বছর।
মৃত্যুর পূর্বে তিনি তার বন্ধুদের সাথে টেলিফোনে কথোপকথন মাধ্যমে এবং ওছিয়তনামায় লিখে গিয়েছে, তার দাফন যেন ইরানে হয়।
বর্তমানে তার মৃতদেহ ইরানে স্থানান্তর করার সকল কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। আশাকরা যাচ্ছে আগামী এক সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে মরহুম মুহাম্মাদ তাকি মুরাতের মৃতদেহ ইরানে স্থানান্তর করা হবে।
iqna