ইরাকের আল-শাব এলাকার উত্তর অংশে একটি ব্যস্ততম বাজারে ওই তাঁবু নির্মাণ করা হয়েছিল।
এখনো কোনো ব্যক্তি বা গোষ্ঠী বর্বরোচিত এ হামলার দায় স্বীকার করে নি। তবে উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশ ইরাকের বিভিন্ন অংশে এ ধরনের বর্বরোচিত হামলা চালিয়ে আসছে।
তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ২০১৩ সালে দিকে ইরাকের উত্তর এবং পশ্চিমাঞ্চলের কিছু এলাকা দখল করে সেখানে নিজেদের কর্তৃত্ব চালয়। তবে ইরাকের নিরাপত্তা বাহিনী এবং জানগণ কর্তৃক নির্মিত স্বেচ্ছাসেবী দলের হামলার করণে অনেক অঞ্চলই দায়েশের হাতছাড়া হয়। বিশেষ করে ইরাকের বাইজি, তিকরিত, রামাদি এবং ফাল্লুজা শহর থেকে দয়েশকে বিতাড়িত করা হয়।
সামরিক বিশেষজ্ঞগণ মত প্রকাশ করেছেন, এই সন্ত্রাসী গ্রুপ তাদের ব্যর্থতার ক্ষতিপূরণের জন্য এধরণের জঘন্য আত্মঘাতী হামলা চালাচ্ছে।