IQNA

ইরানে সফর করার জন সৌদি নাগরিকের আর্থিক জরিমানা

6:29 - October 16, 2016
সংবাদ: 2601770
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি সরকার তাদের শত্রুতামূলক আচরণের মাধ্যমে চলতি বছর ইরানীদের হজ থেকে বঞ্চিত করেছে। বর্তমানে ইরানকে এমন দেশের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে যেখানে সৌদি নাগরিকদের ভ্রমণের অনুমতি নেই।
ইরানে সফর করার জন সৌদি নাগরিকের আর্থিক জরিমানা
বার্তা সংস্থা ইকনা: সৌদি পাসপোর্ট কার্যালয় ঘোষণা করেছে, সৌদি নাগরিকদের ইরানে সফর করার অনুমতি নেই।

সৌদি পাসপোর্ট অধিদপ্তর তার নিজস্ব টুইটারে এক বার্তায় লিখেছে: "সৌদি নাগরিকদের জন্য বিশ্বের কিছু দেশে ভ্রমণ করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, বিশেষ করে ইরান, ইরাক, সিরিয়া এবং ইয়েমেনে।"

এই বার্তায় আরও উল্লেখ করেছে: "যদি কেউ এই আইন লঙ্ঘন করে শাস্তি হিসেবে তাকে জরিমানা প্রদান করতে হবে। জরিমানা হিসেবে তিন বছর পর্যন্ত ভ্রমণ নিষেধাজ্ঞা এবং ১০ হাজার সৌদি রিয়াল নির্ধারণ করা হয়েছে।

সৌদি সরকার এই সিদ্ধান্ত তখনই নিয়েছে, যখন তারা আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। অথচ এই দেশটি সন্ত্রাসবাদ রাষ্ট্রের পৃষ্ঠপোষক এবং ইয়েমেনের নিরীহ মানুষদের হত্যা করছে এবং তাকফিরি সন্ত্রাসীদের সমর্থন করছে।

iqna


captcha