IQNA

দায়েশের খেলাফত ঘোষিত এলাকায় ইরাকি পতাকা উত্তোলন

17:30 - October 17, 2016
সংবাদ: 2601782
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের উত্তর পশ্চিমাঞ্চলীয় নেইনাওয়া প্রদেশের এক স্থানীয় উৎস ঘোষণা করেছে, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ দুই বছর পূর্বে নেইনাওয়া প্রদেশের কেন্দ্রীয় জামে মসজিদে নিজেদের কথিত খেলাফত ঘোষণা করেছিল। বর্তমানে ঐ এলাকা ইরাকী বাহিনীর হাতে এবং কেন্দ্রীয় জামে মসজিদে ইরাকী পতাকা উত্তোলন করা হয়েছে।
দায়েশের খেলাফত ঘোষিত এলাকায় ইরাকি পতাকা উত্তোলন
বার্তা সংস্থা ইকনা: সুমারিয়া সংবাদ সংস্থা এক প্রতিবেদনে ঘোষণা করেছে: নেইনাওয়া প্রদেশের একটি সূত্র ঘোষণা করেছে, বিপ্লবী এক সাহসী যুবক আজ সকালে নেইনাওয়ার কেন্দ্রীয় জামে মসজিদে ইরাকী পতাকা উত্তোলন করেছেন। পতাকা উত্তোলনের মাধ্যমে যুবক বুঝাতে চেয়েছেন সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ তথা আইএসআইএলের সময় ঘনিয়ে এসেছ। নুরী মসজিদ নামে প্রসিদ্ধ কেন্দ্রীয় জামে মসজিদের একটি মিনারে ইরাকী পতাকা দেখে এলাকাবাসী আনন্দিত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নাম প্রকাশে অনিচ্ছুক উক্ত উৎস জানিয়েছে, ২০১৪ সালে দায়েশের কথিত নেতা 'আবু বকর আল-বাগদাদী' এই মসজিদে নিজেদের খেলাফতের ঘোষণা করে। দায়েশের সদস্যরা এতদিন ঐ এলাকা কঠোর নিরাপত্তার মধ্যে রেখেছিল। ইরাকি সেনাবাহিনীর চাপের মুখে গত দুই দিন পূর্বে  এই সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা এলাকা ছাড়তে বাধ্য হয়েছে।
বলাবাহুল্য, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের নেতা 'আবু বকর আল-বাগদাদী' ২০১৪ সালের জুন মাসে উক্ত মসজিদে কথিত 'ইসলামী সরকারে'র ঘোষণা দেওয়ার মাধ্যমে নিজেকে মুসলমানদের খলিফা হিসেবে ঘোষণা দিয়েছিল।
iqna

 

captcha