IQNA

আয়াতুল্লাহ মাকারেম শিরাজী

হত্যা ও নিধনের কারণে কখনও মুসলমানরা পিছপা হবে না

9:10 - October 18, 2016
সংবাদ: 2601785
আন্তর্জাতিক ডেস্ক: মুসলিম জাহানের শীর্ষ মনীষী ও বিশ্বখ্যাত মারজায়ে তাকলীদ হযরত আয়াতুল্লাহ আল উযমা মাকারেম শিরাজী আশুরার দিনে আফগানিস্তান ও নাইজেরিয়াতে ইমাম হুসাইনের (আ.) শোক পালনকারীদের উপর বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন যে, হত্যা ও নিধনের কারণে কখনও শিয়া মুসলমানরা পিছপা হবে না।
হত্যা ও নিধনের কারণে কখনও মুসলমানরা পিছপা হবে না
বার্তা সংস্থা ইকনা: হযরত আয়াতুল্লাহ আল উযমা মাকারেম শিরাজী আজ সোমবার ১৭ই অক্টোবর ধর্মীয় নগরী কোমে ধর্মতত্বের উচ্চতর ক্লাসে বক্তৃতাকালে বলেন: প্রত্যেক ধর্মপ্রাণ মুসলমানের ঈমানি দায়িত্ব হচ্ছে শরিয়তের বিধি-বিধান যথাযথভাবে মেনে চলা। আমরা যদি একটু গবেষণা করি তাহলে এটা সুস্পষ্ট হয়ে যাবে যে, আজকের পৃথিবীতে যত অশান্তি ও ফিতনা-ফ্যাসাদ রয়েছে, সেগুলোর মূলে একমাত্র কারণ হচ্ছে শরিয়তি বিধানাবলী উপেক্ষা ও অমান্য করা।

তিনি বলেন: হালাল উপার্জন যেভাবে মানব জীবনে ইতিবাচক প্রভাব ফেলে, তেমনিভাবে হারাম উপার্জনও নেতিবাচক প্রভাব বিস্তার করে। কিন্তু এ বাস্তব সত্যটি আজকে আমাদের সমাজে অনেকটা উপেক্ষিত হচ্ছে। যার কারণে অনাচার ও দুর্নীতি বৃদ্ধি পাচ্ছে।

তিনি শোকাবহ মুহররম মাসে ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে রাসুলের (সা.) প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইনের (আ.) আযাদারি ও শোকানুষ্ঠান পালনে ধর্মপ্রাণ শিয়া মুসলমানদের স্বতঃফুর্ত অংশগ্রহণের কথা উল্লেখ করে বলেন: ইমাম হুসাইনের (আ.) প্রতি সর্বস্তরের মানুষের ভক্তি ও ভালবাসা প্রমাণ করে যে, কারবালার বিপ্লবের স্রোতধারা কখনও স্তিমিত হবে না।

তিনি ইয়েমেনের নিরীহ মুসলমানদের উপর সৌদি গণহত্যা এবং আশুরার আযাদারিতে সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন: হত্যা, নিধন ও নির্যাতনের মাধ্যমে কখনও শিয়া মুসলমানদের দমন করা সম্ভব না। কেননা প্রতিটি শিয়া মুসলমানদের অন্তরে ইমাম হুসাইনের (আ.) চেতনা বিদ্যমান রয়েছে।

iqna



captcha