IQNA

ভারতে 'ওম্যান ইন ইসলাম' শীর্ষক গ্রন্থ প্রকাশ

0:31 - October 19, 2016
সংবাদ: 2601792
আন্তর্জাতিক ডেস্ক: "ISESCO-এর মহাপরিচালক 'আবদুল আজিজ ইবনে উসমান আল-তওয়াইজরি'র রচিত 'ওম্যান ইন ইসলাম' শীর্ষক গ্রন্থটি ভারতের রাজধানী 'নয়া দিল্লি'তে ইংরেজি, ফরাসি, হিন্দি এবং উর্দু ভাষায় প্রকাশিত হয়েছে।
ভারতে 'ওম্যান ইন ইসলাম' শীর্ষক গ্রন্থ প্রকাশ

বার্তা সংস্থা ইকনা: ওম্যান ইন ইসলাম' শীর্ষক গ্রন্থটি আরবি টেক্সটের সাথে এক খণ্ডে মলি প্রেসের পক্ষ থেকে নয়া দিল্লিতে প্রকাশিত হয়েছে।

এই মূল্যবান গ্রন্থটি এপর্যন্ত দুই বার অর্থাৎ ১৯৯২ ও ২০০৯ সালে আরবি ইংরেজি ও ফরাসি ভাষায় ISESCO পক্ষ থেকে প্রকাশিত হয়েছে এবং চলতি বছরে প্রথমবারের মত হিন্দি ও উর্দু ভাষায় প্রকাশ হয়েছে।

আবদুল আজিজ ইবনে উসমান আল-তওয়াইজরি এই গ্রন্থে ইসলাম ধর্মে একজন মুসলিম নারীর স্থান সম্পূর্ণরূপে বর্ণনা করেছেন এবং প্রাচীন সভ্যতা ও ধর্ম নারীর অবস্থান বর্ণনা করেছেন। দলীল হিসাবে গ্রন্থে গ্রহণযোগ্য সূত্র উদাহৃত হয়েছে।

ওম্যান ইন ইসলাম' শীর্ষক গ্রন্থে ইতিহাসে নারীদের ওপর ইসলামী দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা, আইনগত অধিকার, রাজনৈতিক, নারী নাগরিক এবং জ্ঞান বিকাশে মুসলিম নারীদের ভূমিকা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়েছে।

iqna

captcha