
শাবিস্তানের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনা: ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার প্রাদেশিক প্রতিনিধি আয়াতুল্লাহ আলী খাতামী আজ মঙ্গলবার পরিবার দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে বলেন: পবিত্র কোরআন এবং রাসূলের (সা.) হাদীসের দৃষ্টিতে পারিবারিক বন্ধন ও পরিবার গঠন অত্যন্ত পবিত্র ইবাদত হিসেবে অভিহিত করা হয়েছে। মানব সভ্যতার নেপথ্যে পরিবার গঠনের বিশেষ ভূমিকা রয়েছে। পারিবারিক বন্ধনের উপর মহান আল্লাহর বিশেষ রহমত ও বরকত বর্ষিত হয়।
তিনি আমিরুল মু'মিনিন আলী (আ.) এবং ফাতিমা যাহরার (আ.) পবিত্র পরিবারের প্রতি ইশারা করে বলেন: আমিরুল মু'মিনিন আলী (আ.) এবং ফাতিমা যাহরার (আ.) মধ্যে পবিত্র বন্ধনের মাধ্যমে যে পরিবার গড়ে উঠেছিল, তা মানব জাতির জন্য চিরন্তন আদর্শ হয়ে আছে। এ পরিবার একদিকে আল্লাহর প্রতি গভীর আস্থা ও আনুগত্য এবং অপরদিকে সাদাসিধে জীবনযাপন আমাদেরকে তাদের প্রতি গভীরভাবে আকৃষ্ট করে। এ পরিবার থেকে জন্ম নেয়া ৪টি সন্তানের প্রত্যেকটি মানবেতিহাসে নজিরবিহীন দৃষ্টান্ত উপস্থাপন করেছে।
আয়াতুল্লাহ আলী খাতামী আরও বলেন: আমরা যদি সঠিক ও উপযুক্ত পরিবার গঠন করতে চায়, তবে অবশ্যই আমিরুল মু'মিনিন আলী (আ.) এবং ফাতিমা যাহরার (আ.) পবিত্র পরিবার থেকে শিক্ষা গ্রহণ করতে হবে।