ইসলাম বিদ্বেষীরা আক্রমণাত্মক এই পদক্ষেপের মাধ্যমে মুসল্লিদের অনুভূতিতে আঘাত হয়েছে। মুসলমানেরা এবং মসজিদের আশেপাশের প্রতিবেশীরা বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে ইসলাম বিদ্বেষীদের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইসলাম বিদ্বেষীরা মসজিদে প্রবেশ করে ইচ্ছাকৃত ভাবে পবিত্র কুরআনের পাণ্ডুলিপির পৃষ্ঠা ছিঁড়ে মেঝেতে ফেলে পালিয়ে গিয়েছে।
ধর্মী বিরোধী এই অপকর্মের মূল হোতাদের এখনো সনাক্ত করা হয়নি। তবে জুডিশিয়াল পুলিশ এ ব্যাপারে তদন্ত শুর করেছে।