IQNA

মসজিদে প্রবেশ করে পবিত্র কুরআনের অবমাননা করল দুর্বৃত্তরা

0:47 - October 23, 2016
সংবাদ: 2601818
আন্তর্জাতিক ডেস্ক: মরক্কোর উত্তরাঞ্চলীয় কাসাব্লাংকা শহরের লিসাসিফা এলাকায় অজ্ঞাতনামা কয়েকজন ইসলাম বিদ্বেষী পর্যায়ক্রমে তিনটি মসজিদে হামলা চালিয়ে পবিত্র কুরআনের অবমাননা করেছে।
মসজিদে প্রবেশ করে পবিত্র কুরআনের অবমাননা করল দুর্বৃত্তরা
বার্তা সংস্থা ইকনা: কাসাব্লাংকা শহরের লিসাসিফা এলাকায় অজ্ঞাতনামা কয়েকজন ইসলাম বিদ্বেষী পর্যায়ক্রমে 'কুদস', 'ফালাহ' 'সাফা মসজিদে হামলা চালিয়ে মসজিদ এবং পবিত্র কুরআনের অবমাননা করেছে।

ইসলাম বিদ্বেষীরা আক্রমণাত্মক এই পদক্ষেপের মাধ্যমে মুসল্লিদের অনুভূতিতে আঘাত হয়েছে। মুসলমানেরা এবং মসজিদের আশেপাশের প্রতিবেশীরা বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে ইসলাম বিদ্বেষীদের এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ইসলাম বিদ্বেষীরা মসজিদে প্রবেশ করে ইচ্ছাকৃত ভাবে পবিত্র কুরআনের পাণ্ডুলিপির পৃষ্ঠা ছিঁড়ে মেঝেতে ফেলে পালিয়ে গিয়েছে।

ধর্মী বিরোধী এই অপকর্মের মূল হোতাদের এখনো সনাক্ত করা হয়নি। তবে জুডিশিয়াল পুলিশ এ ব্যাপারে তদন্ত শুর করেছে।

iqna


captcha