IQNA

লন্ডনে চারটি ইসলামী স্কুল নির্মাণ

0:00 - October 26, 2016
সংবাদ: 2601833
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার বংশোদ্ভূত একজন মুসলমান তরুণী লন্ডনে চারটি ইসলামিক স্কুল চালু করেছেন।
লন্ডনে চারটি ইসলামী স্কুল নির্মাণ

বার্তা সংস্থা ইকনা: তাহেরা আক্তার নামে সিরিয়ার মুসলিম তরুণী নিজের দায়িত্বে ব্রিটিশ ভিত্তিক চারটি ইসলামিক স্কুল চালু করেছেন।

ব্রিটিশ রাজধানীতে ইসলামিক স্কুল, এ ধরনের বৃহত্তম স্কুল, শেখান শিশুদেরকে একটি সহজ উপায়ে কুরআন ও তাজভিদ শিক্ষা প্রদান করা হয়।

তাহেরা আক্তার চার সন্তানের জননী তিনি যখন তার কন্যাকে কুরআন শিক্ষার স্কুলে পাঠাতে চান তখন দেখলেন যে কোন ভাল স্কুল নেই। তখন তিনি নিজেই লন্ডনে ইসলামী স্কুল খোলার সিদ্ধান্ত নিলেন।

এই মর্মে তিনি সিয়িায় সফর করেন এবং সেখানে ভাল শিক্ষকদের কাছে কুরআন শিক্ষা নেন তার পর সেখান থেকে ফিরে এসে ইসলামী স্কুল চালু করেন।

প্রথমে তিনি তার নিজের বাড়িতেই কুরআন শিক্ষার ক্লাস শুরু করেন। তার পর দেখলেন যে এত ছোট জায়গায় সম্ভব নয়। এখন ৮ বছর পর তিনি লন্ডনে চারটি ইসলামী স্কুলের পরিচালক।

iqna

প্রবর্তক এবং সফল পরিচালক তাহেরা আক্তার
প্রবর্তক এবং সফল পরিচালক তাহেরা আক্তার

captcha