IQNA

স্পোর্টস চুক্তি বৈধ নয়: ওয়াহাবী আলেম

0:09 - October 26, 2016
সংবাদ: 2601835
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের ওয়াহাবী আলেমদের অদ্ভুত ও বানোয়াট ফতোয়া সম্পর্কে অনেকেরই কম বেশী ধারণা রয়েছে। ওয়াহাবী আলেমদের অদ্ভুত ফতোয়া এবার স্পোর্টসের চুক্তিতেও ধার্য করা হয়েছে।
স্পোর্টস চুক্তি বৈধ নয়: ওয়াহাবী আলেম
বার্তা সংস্থা ইকনা: সৌদি আরবের ওয়াহাবী এক আলেম তার ফতোয়ায় বলেছেন, ক্রিয়াদলসমুহে বিভিন্ন ক্রীড়াবিদের সাথে যে চুক্তি করে তা বৈধ নয়। অর্থাৎ এধরণের চুক্তি করা হারাম।

সৌদি আরবের উম্মে কুরা বিশ্ববিদ্যালয়ে ধর্ম বিজ্ঞান অনুষদের সদস্য মুহাম্মাদ আল-আসিমী এক ফতোয়া জারির মাধ্যমে স্পোর্টস চুক্তি অথবা চুক্তি অনুযায়ী বিভিন্ন দলে খেলা হারাম ঘোষণা করেছে।

সৌদি আরবের 'আল-ওতান' পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াহাবী আলেম আল-আসিমী দাবী করেছেন, বিভিন্ন খেয়াল টাকা বাজী ধরার বিষয়টি যে হারাম সেসম্পর্কে সকল আলেমগণের মতামত এক।

তিনি আরও বলেন: খেলার জন্য প্লেলেয়াররা যে চুক্তি করে, যদিও তা চাকরীর অন্তর্ভুক্ত হয়, সেক্ষেত্রেও হারাম বলে বিবেচিত হবে।

আল-আসিমী সৌদি ক্রীড়া ফেডারেশনের উপার্জনের বিষয়ে তদন্ত করার জন্য ধর্মীয় কমিটি গঠনের জন্য আহ্বান জানিয়েছেন।

বলাবাহুল্য, গত বছর সৌদি আরবের ওয়াহাবী মুফতি 'মুহাম্মাদ সালেহ আল-মুনজাদ' এক ফতোয়া জারির মাধ্যমে স্পোর্টস বিশ্লেষকদের চাকুরী হারাম ঘোষণা করেছিলেন।

iqna


captcha