আল-আলামের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: বাগদাদের উর্ধ্বতন এক কর্মকর্তা এক বিবৃতিতে ঘোষণা করেছেন, আত্মঘাতী এক সন্ত্রাসী আজ (শনিবার, ২৯ অক্টোবর) বাগদাদের এসকান অঞ্চলে জাবের ইবনে হাইয়ান ব্রিজের পার্শ্ববর্তী একটি এলাকায় ইমাম হুসাইন (আ.) এর আযাদারীর মওকেবে নিজেকে বিস্ফোরিত করলে বেশ কয়েকজন ইরাকি হতাহত হয়।
আস-সুমারিয়া নিউজ ইরাকি ঐ কর্মকর্তার উদ্ধৃতি
দিয়ে জানিয়েছে, বিস্ফোরণের সাথে পুলিশ ঐ স্থানটিকে ঘিরে ফেলে এবং আহতদেরকে দ্রুত হাসপাতালে
স্থানান্তরিত করা হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি মসুল অভিযান থেকে ইরাকি
বাহিনীর মনোসংযোগকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে নিজের আত্মঘাতী ইউনিটের সদস্যদেরকে ইরাকের
বিভিন্ন শহরে প্রেরণ করেছে সন্ত্রাসী গোষ্ঠি দায়েশ। এরপূর্বে একই উদ্দেশ্যেও কারকুকে
আত্মঘাতী হামলা চালিয়েছে তাকফিরি এ সন্ত্রাসী গোষ্ঠিটি।#3541597