IQNA

ইরাকে ইমাম সাজ্জাদ (আ.) কুরআন প্রতিযোগিতা শুরু

3:42 - October 30, 2016
সংবাদ: 2601857
কুরআন বিষয়ক কার্যক্রম ডেস্ক: ইরাকের বাৎসরিক ইমাম সাজ্জাদ (আ.) কুরআন প্রতিযোগিতা ‘ওয়াসেত’ প্রদেশে শুরু হয়েছে।

বার্তা সংস্থা ক্বাফে’র উদ্ধৃতি দিয়ে ইকনার রিপোর্ট: ইরাকের ওয়াসেত প্রদেশের বিভিন্ন এলাকার ৪৫ জন নারী হাফেজের অংশগ্রহণের মধ্য দিয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

এতে অংশগ্রহণকারী নারী প্রতিদ্বন্দীরা প্রদেশের বিভিন্ন কুরআনিক সংস্থার প্রতিনিধিত্ব করছেন। বাৎসরিক এ হেফজ বিষয়ক কুরআন প্রতিযোগিতা ইরাকের কুরআন বিষয়ক ইউনিয়নের সাথে সম্পৃক্ত ওয়াসেত কুরআন সংস্থার তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে।

প্রসঙ্গত, ওয়াসেত প্রদেশটি ইরাকের পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোর একটি এবং ইরান-ইরাক সীমান্তে অবস্থিত। এ প্রদেশের অধিকাংশ মানুষই শিয়া মুসলিম।#3541637


captcha