IQNA

মসজিদ অবমাননার দায়ে ৮ মাসের কারাদণ্ড

19:41 - November 02, 2016
সংবাদ: 2601873
আন্তর্জাতিক ডেস্ক: আর-রাহমান মসজিদ এবং এর মুসল্লিদেরকে অবমাননার ঘটনার সাথে জড়িত ব্যক্তিদেরকে ৮ মাস কারাদণ্ড দিয়েছে লন্ডনের একটি আদালত।

Thesun এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: পোল্যান্ডের নাগরিক মেটোজ পাওলিকোভেস্কি (২২) ও পিউটার যাক যাকোভেস্কি (২৮) গত মাসে লন্ডনের সামারস টাউন এলাকায় অবস্থিত আর-রাহমান মসজিদ অভ্যন্তরে মুসল্লিদের উদ্দেশ্যে শুকরের মাংস নিক্ষেপ করে মসজিদ ও মুসল্লিদের অবমাননা করে।

এ পদক্ষেপ ঘৃণা ও ধর্মগত বৈষম্য থেকে উৎসারিত বলে আখ্যায়িত করে ঘটনার সাথে জড়িত ব্যক্তিদেরকে ৮ মাস কারাদণ্ড দিয়েছে লন্ডনের ঐ আদালত।

প্যারিস সন্ত্রাসী হামলার পর থেকে ব্রিটেনে মুসলমানদের বিরুদ্ধে হামলা ও বিদ্বেষ বৃদ্ধি পেয়েছে লক্ষ্যণীয় হারে।

ব্রিটেনের মানবাধিকার বিষয়ক ইসলামি সংস্থা এদেশের মুসলমানদের অবস্থা সম্পর্কে এক প্রতিবেদনে উল্লেখ করেছে, মুসলিম বিরোধী বিদ্বেষ লক্ষ্যণীয় হারে বৃদ্ধি পেয়েছে ব্রিটেনে।#3542859


captcha