IQNA

মিশরে পবিত্র কুরআনের ঐতিহাসিক পাণ্ডুলিপি আবিষ্কার

0:07 - November 03, 2016
সংবাদ: 2601875
আন্তর্জাতিক ডেস্ক: মিশরের 'বোহাইরা' প্রদেশের এনডাউমেন্ট সংস্থা ১ম নভেম্বর ঘোষণা করেছে, উক্ত প্রদেশের "দামানহুর" শহরের 'সাইয়্যেদি আতিয়া আবুর রিশ' মসজিদ থেকে পবিত্র কুরআনের কয়েক খণ্ড ঐতিহাসিক পাণ্ডুলিপি উদ্ধার করা হয়েছে।
মিশরে পবিত্র কুরআনের ঐতিহাসিক পাণ্ডুলিপি আবিষ্কার
বার্তা সংস্থা ইকনা: মিশরের 'বোহাইরা' প্রদেশের এনডাউমেন্ট সংস্থার প্রধান 'আল-মিশরুল ইয়াউম' এ ব্যাপারে বলেছেন: সাইয়্যেদি আতিয়া আবুর রিশ' মসজিদ থেকে পবিত্র কুরআনের কয়েক খণ্ড ঐতিহাসিক পাণ্ডুলিপি উদ্ধার করা হয়েছে। এসকল পাণ্ডুলিপির মধ্যে একখণ্ড অতি মূল্যবান ও বিরল পাণ্ডুলিপি রয়েছে।

তিনি বলেন: উদ্ধারকৃত পাণ্ডুলিপিতে পবিত্র কুরআনের আয়াতের পাশাপাশি তাসফিরও লেখা রয়েছে।

পবিত্র কুরআনের অতি মূল্যবান ও বিরল এসকল পাণ্ডুলিপি সংগ্রহ করার জন্য একটি টিম গঠন করা হয়েছে। এই দক্ষ টিমটি জাতীয় লাইব্রেরী, ধর্মীয় নির্দেশনা দপ্তর এবং আওকাফ মন্ত্রণালয়ের সাধারণ পরিদর্শন বিভাগের সদস্যদের নিয়ে গঠিত হয়েছে।

iqna


captcha