বার্তা সংস্থা ইকনা: পাকিস্তানের মেধাবী ছাত্রী 'জুইরিয়া' মাত্র ২৯ দিনে কুরআন হেফজ করতে সক্ষম হয়েছেন এবং এই স্বল্প সময়ে কুরআন হেফজ করে রেকর্ড গড়েছেন।
পাকিস্তানের লাহোর প্রদেশের 'গাজী আবাদ' এলাকার এক গরীব পরিবারের সন্তান জুইরিয়। এই মেধাবী ছাত্রী তার দৃঢ় সংকল্প ও ইচ্ছার কারণে এক মাসের কম সময়ে পবিত্র কুরআনের ১১৪টি সূরা মুখস্থ অর্থাৎ সম্পূর্ণ কুরআন হেফজ করতে সক্ষম হয়েছেন।
পাকিস্তানের কর্তৃপক্ষ জানিয়েছেন, পাকিস্তানী ছাত্রীর এই রেকর্ডটিকে ওয়ার্ল্ড রেকর্ডস বুক (গীনিস)-এ নথিভুক্ত করতে হবে।
জুইরিয়ার পিতা একজন খুচরা বিক্রেতা। আর্থিক সমস্যার মধ্য দিয়ে তাদের জীবন অতিবাহিত হচ্ছ।
মাত্র ২৯ দিনে কুরআন হেফজ করে জুইরিয়া নিজেকে ধন্য মনে করছেন।
iqnaপাকিস্তানের মেধাবী ছাত্রী 'জুইরিয়া'