IQNA

সুইডেনের একটি মসজিদে পাথর নিক্ষেপ

18:50 - November 07, 2016
সংবাদ: 2601901
আন্তর্জাতিক ডেস্ক: সুইডেনের রাজধানী স্টকহোমের ‘রিংবি’ এলাকায় গতকাল (৬ নভেম্বর) পাথর নিক্ষেপ করে একটি মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে হামলা চালিয়েছে অজ্ঞাত ব্যক্তিরা।

বার্তা সংস্থা আনাটোলি’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ঐ মসজিদের সাংস্কৃতিক কেন্দ্রের কর্মকর্তাদের ভাষ্যমতে, অজ্ঞাত ব্যক্তিরা পাথর নিক্ষেপ করে ঐ মসজিদের কাঁচ ভেঙ্গে দিয়েছে।

হামলার সময় মসজিদের ভেতরে কেউ না থাকায় এতে কেউ ক্ষতিগ্রস্থ হয়নি।

এদিকে, ঐ ঘটনার সাথে জড়িতদেরকে আটক করতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে সুইডেন কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, সুইডেনে অনুসারীদের সংখ্যাগত দিক থেকে খ্রিষ্টান ধর্মের পর দ্বিতীয় স্থানে রয়েছে ইসলাম ধর্মের অনুসারীরা।

কিছু কিছু পরিসংখ্যানের ভিত্তিতে প্রায় ৪ লাখ মুসলাম এ দেশে বসবাস করে।#3543994


captcha