বার্তা সংস্থা ইকনা: ইসলামী প্রজাতন্ত্র ইরানের খ্যাতনামা বিপ্লবী আলেম ও রাজনীতিবিদ হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন শেখ জাফর সাজুনি আর নেই। গতকাল ৬ই নভেম্বর সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তেহরানের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। এ মহান বিপ্লবী আলেমের আকস্মিক মৃত্যুতে ইরানের সর্বোচ্চ নেতা ও বিপ্লবের রাহবার হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী গভীর শোক প্রকাশ করে এক শোক বার্তা প্রদান করেছেন। নিচে রাহবারের শোকবাণী তুলে ধরা হচ্ছে-
বিসমিল্লাহির রাহমানির রাহিম
গভীর শোক ও বেদনার সাথে জানাচ্ছি যে, বিশিষ্ট বিপ্লবী আলেম ও রাজনীতিবিদ হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন শেখ জাফর সাজুনি’র আকস্মিক ইন্তেকালের খবর আমাকে ভীষণভাবে মর্মাহত করেছে। তিনি ইরানের ইসলামী বিপ্লব প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ও সাহসী ভূমিকা রেখেছেন। ইমাম খোমেনীর নেতৃত্বে সাবেক তাগুত শাসক রেজা শাহের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তোলার কারণে তাকে কয়েকবার কারাবরণ এমনকি নির্বাসনেও যেতে হয়েছে। কিন্তু তবুও তিনি কখনও নিজের নেক উদ্দেশ্য থেকে পিছপা হন নি। আমি এ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক জ্ঞাপন করছি এবং মহান আল্লাহর দরবারে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
সাইয়েদ আলী খামেনেয়ী
৭ই নভেম্বর, সোমবার, 2016
তেহরান।