‘izhamburg’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আধ্যাত্মিক পূর্ণ দোয়া-ই-আরাফাহ পাঠের পাশাপাশি মুসলিম ইবনে আঁকিল (আ.) এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক মজলিসের আয়োজন করেছে হ্যামবুর্গ ইসলামিক সেন্টারের কর্তৃপক্ষ।
হ্যামবুর্গ ইসলামিক সেন্টারের প্রধান এবং মসজিদের খতিব আয়াতুল্লাহ রেজা রমাযানই দোয়া-ই-আরাফাহ পাঠ করবেন।
এছাড়াও হ্যামবুর্গ ইসলামিক সেন্টারে ১৬ই অক্টোবরে স্থানীয় সময় ৯:৩০টায় পবিত্র কুরবানি ঈদের নামায় আদায় করা হবে।
1300571