IQNA

ইমাম হুসাইনের পরিবার আরবাইনের প্রথম যিয়ারতকারী ছিলেন

0:25 - November 14, 2016
সংবাদ: 2601947
আন্তর্জাতিক ডেস্ক: কারবালার ঘটনার পর রাসূলের আহলে বাইতকে বন্দি করে কুফা ও শামে নিয়ে যাওয়ার পর যখন তাদেরকে আবার মদিনায় ফিরিয়ে নেয়া হয় সেই পথে তারা কারবালায় আসেন এবং ইমাম হুসাইনের চল্লিশার প্রথম যিয়ারতকারী হিসাবে পরিগণিত হন।

শাবিস্তানের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ইমাম হাসান আসকারী(আ.) বলেছেন, চল্লিশার দিন ইমাম হুসাইনের যিয়ারত মোস্তাহাব। «ويستحب زيارته عليه السلام فيه وهي زيارة الأربعين، فرُوِيَ عَنْ أَبِي مُحَمَّدٍ الْحَسَنِ بْنِ عَلِيٍّ الْعَسْكَرِيِّ عليه السلام أَنَّهُ قَالَ عَلَامَاتُ الْمُؤْمِنِ خَمْسٌ صَلَاةُ الْإِحْدَى وَالْخَمْسِينَ وَزِيَارَةُ الْأَرْبَعِينَ وَالتَّخَتُّمُ فِي الْيَمِينِ وَتَعْفِيرُ الْجَبِينِ وَالْجَهْرُ بِ بِسْمِ اللَّهِ الرَّحْمنِ الرَّحِيمِ.

মুফাজ্জাল বিন ওমার ইমাম সাদিক(আ.) থেকে বর্ণনা করেছেন: আমরা ইমামের কাছে জানতে চাইলাম আমাদেরকে শিয়াদের বৈশিষ্ট্য সম্পর্কে পরিচয় দিন। ইমাম বললেন, আমাদের শিয়াদের অনেক বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে দান শীলতা ও ইমাম হুসাইনের চল্লিশার যিয়ারত।

ইমাম সাদিক(আ.) সাফওয়ানকে বলেন: চল্লিশার দিন যখন দুপুর হবে তখন এভাবে ইমাম হুসাইনকে সালাম দিবে। عَنْ صَفْوَانَ بْنِ مِهْرَانَ قَالَ: قَالَ لِي مَوْلَايَ الصَّادِقُ سلام الله عليه فِي زِيَارَةِ الْأَرْبَعِينَ تَزُورُ عِنْدَ ارْتِفَاعِ النَّهَارِ وَتَقُولُ: السَّلَامُ عَلَى وَلِيِّ اللَّهِ وَحَبِيبِهِ السَّلَامُ عَلَى خَلِيلِ اللَّهِ وَنَجِيبِهِ. السَّلَامُ عَلَى صَفِيِّ اللَّهِ وَابْنِ صَفِيِّه‏... .

হে আল্লাহর ওলি ও হাবিব আপনার উপর সালাম, হে আল্লাহর বন্ধু ও নির্বাচিত বান্দা আপনার প্রতি সালাম। হে আল্লাহর প্রিয় বান্দা রাসুলের সন্তান আপনার প্রতি সালাম।

captcha