IQNA

ইমাম হুসাইনের (আ.) চেহলুমে গণ মানুষের ঢল দেখে ওহাবিরা দিশাহারা

0:22 - November 17, 2016
সংবাদ: 2601964
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বখ্যাত মুসলিম মনীষী ও মারজায়ে তাকলীদ হযরত আয়াতুল্লাহ আল উযমা মাকারেম শিরাজী রাসূলের (সা.) প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হুসাইনের (আ.) শাহাদতের চেহলুম উপলক্ষে ইরাকের কারবালা শহর অভিমুখে কোটি কোটি আহলে বাইতের ভক্তবৃন্দের স্বতঃফূর্ত ঢল দেখে ওহাবি-তাকফিরি গোষ্ঠী চরমভাবে দিশাহারা হয়ে পড়েছে।

ইমাম হুসাইনের (আ.) চেহলুমে গণ মানুষের ঢল দেখে ওহাবিরা দিশাহারা
বার্তা সংস্থা ইকনা: বিশ্বখ্যাত মুসলিম মনীষী ও মারজায়ে তাকলীদ হযরত আয়াতুল্লাহ আল উযমা মাকারেম শিরাজী আজ ১৬ই নভেম্বর সোমবার এক অনুষ্ঠানে বক্তৃতাকালে বলেন: প্রতি বছর ২০শে সফর সাইয়েদুশ শোহাদা ইমাম হুসাইনের (আ.) শোকাবহ চেহলুম উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কয়েক কোটি ভক্ত বৃন্দের ইরাকের কারবালাতে উপস্থিত হয়ে কারবালার শহীদদের স্মরণে শোকানুষ্ঠান পালন শিয়া বিশ্বের জন্য বিরল সম্মান ও মর্যাদার কারণ হয়েছে।

তিনি বলেন: ইমাম হুসাইনের চেহলুমের তিন দিন আগে থেকে ইরাকের নাজাফ শহরে অবস্থিত আমিরুল মুমিনিন আলীর (আ.) পবিত্র মাজার থেকে কারবালা শহরে অবস্থিত সাইয়েদুশ শোহাদা ইমাম হুসাইনের (আ.) পবিত্র মাজার অভিমুখী তিন দিন ব্যাপী কয়েক কোটি আহলে বাইতের (আ.) অনুসারীদের পদযাত্রা বিশ্বে এক নতুন রেকর্ডের সৃষ্টি করেছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কয়েক কোটি ভক্তবৃন্দের একই সময়ে এবং একই উদ্দেশ্যে কারবালা নগরীতে উপস্থিত হওয়া বিশ্বের এক নজিরবিহীন ঘটনা; যা পৃথিবীর মানুষকে অবাক ও বিস্মৃত করেছে।

তিনি বলেন: প্রতি বছর ইমাম হুসাইনের (আ.) চেহলুমকে কেন্দ্র করে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান স্বতঃফূর্তভাবে ইমাম হুসাইনের (আ.) মাজার অভিমুখী যে পদযাত্রায় অংশ গ্রহণের যে বিরল নজির সৃষ্টি করে, তা পৃথিবীর কোন ধর্ম ও মতাদর্শে খুঁজে পাওয়া যাবে না। এ সম্মান শুধুমাত্র শিয়া মাযহাবের অনুসারীদের জন্য নির্ধারিত।

তিনি আরও বলেন: ইরাকের কারবালা শহর অভিমুখে কোটি কোটি আহলে বাইতের ভক্তবৃন্দের স্বতঃফূর্ত ঢল দেখে ওহাবি-তাকফিরি গোষ্ঠী চরমভাবে দিশাহারা হয়ে পড়েছে।

iqna


captcha