IQNA

সন্ত্রাসবাদের বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ে প্রতিশ্রুতিবদ্ধ ইরান: রুহানি

21:43 - November 25, 2016
সংবাদ: 2602028
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে সর্বাত্মক লড়াই চালাতে পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ তেহরান। ইরাকের রাজধানীর নিকটবর্তী বাবেল প্রদেশের হিল্লা শহরের কাছে গাড়িবোমা হামলায় ২৪ ইরানিসহ একশ’ জিয়ারতকারী শহীদ হওয়ার পর এ ঘোষণা দেন তিনি।
সন্ত্রাসবাদের বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ে প্রতিশ্রুতিবদ্ধ ইরান: রুহানি

বার্তা সংস্থা ইকনা: প্রেসিডেন্ট রুহানি এক বার্তায় এই ন্যাক্কারজনক বোমা হামলার কঠোর নিন্দা জানান। তিনি বলেন, সন্ত্রাসবাদ এবং উগ্রবাদের বিরুদ্ধে লড়াই চালাতে পুরোপুরি অঙ্গীকারfবদ্ধ ইরান। তিনি আরো বলেন, এ রক্তপাতের মধ্য দিয়ে রক্তপিপাসু নির্দয় সন্ত্রাসীদের বেপরোয়া মনোভাবের চরম বহিঃপ্রকাশ ঘটেছে। হামলায় আহতদের সেবায় ইরাককে সহায়তা দেয়ার জন্য ইরানের পূর্ণ প্রস্তুতির কথাও ঘোষণা করেন তিনি।

হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য ইরাক সরকারের প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট রুহানি। তিনি বলেন, ইরান নিশ্চিত যে ঐক্য এবং সংহতির মাধ্যমে ইরাকের জনগণ শিগিগিরই চূড়ান্ত বিজয় অর্জন করবে।

iqna


captcha