বার্তা সংস্থা ইকনা: ফিলিপাইনে ইরানী কালচারাল সেন্টার জানিয়েছে, এই ফিলিপাইনে ইরানের কালচারাল সেন্টার এবং ম্যানিলায় ইরানী ছাত্রদের ইসলামী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উক্ত শোকানুষ্ঠান ২৯শে নভেম্বর রাত্রে অনুষ্ঠিত হয়েছে।
ইরানের কালচারাল সেন্টারের মিলনায়তনে শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয় এবং পরবর্তীতে দোয়া তাওয়াস্সুল, বক্তৃতা, মর্সিয়া ও গজল পরিবেশন করা হয়।
শোকানুষ্ঠান আহলে বয়েত (আ.)এর শানে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আকবারী বক্তৃতা পেশ করেন।