IQNA

ম্যানিলায় সফর মাসের শোকানুষ্ঠান

22:23 - December 02, 2016
সংবাদ: 2602073
আন্তর্জাতিক ডেস্ক: মহানবী হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র ওফাত এবং তাঁর প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হাসান মুজতাবা (আ.) ও ইমাম রেজা (আ.)এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইসলামী প্রজাতন্ত্র ইরানের কালচারাল সেন্টারের পক্ষ থেকে ম্যানিলায় শোক মজলিশ অনুষ্ঠিত হয়েছে।
ম্যানিলায় সফর মাসের শোকানুষ্ঠান

বার্তা সংস্থা ইকনা: ফিলিপাইনে ইরানী কালচারাল সেন্টার জানিয়েছে, এই ফিলিপাইনে ইরানের কালচারাল সেন্টার এবং ম্যানিলায় ইরানী ছাত্রদের ইসলামী অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উক্ত শোকানুষ্ঠান ২৯শে নভেম্বর রাত্রে অনুষ্ঠিত হয়েছে

ইরানের কালচারাল সেন্টারের মিলনায়তনে শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয় এবং পরবর্তীতে দোয়া তাওয়াস্সুল, বক্তৃতা, মর্সিয়া গজল পরিবেশন করা হয়

শোকানুষ্ঠান আহলে বয়েত (.)এর শানে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন আকবারী বক্তৃতা পেশ করেন

iqna


captcha