IQNA

মহান আল্লাহ সর্বদা এমন মানুষের সমস্যা সমাধানের চিন্তায় থাকেন

3:36 - December 06, 2016
সংবাদ: 2602096
ইমাম মাহদীর অন্তর্ধানের জন্য আল্লাহও দায়ি নয় এবং ইমাম মাহদীও দায়ি নয়। বরং আমাদের অপ্রস্তুতি, খারাপ আমল ও গোনাহের কারণে ইমাম মাহদীর আবির্ভাব বিলম্বিত হচ্ছে।
মহান আল্লাহ সর্বদা এমন মানুষের সমস্যা সমাধানের চিন্তায় থাকেন

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম মাহদীর অন্তর্ধানের ফলে শুধু শিয়ারাই নয় বরং গোটা মানবজাতি কষ্টে আছে। আর তার আবির্ভাব না হওয়া পর্যন্ত মানবতার মুক্তি সম্ভব নয়।

যেমনটি যুগ যুগ ধরে আমরা দেখে আসছি যে ইমাম মাহদীর অনুপস্থিতির কারণে মানুষ কখনোই শান্তি ও নিরাপত্তার মুখ দেখতে পারি নি। সর্বদা তারা জুলুম ও অন্যায়ের শিকার হয়েছে।

তবে এত কিছুর পরও কেন মানুষ প্রকৃত পক্ষে ইমাম মাহদীর আগমনের জন্য প্রস্তুত নয় এবং তার আগমনের পথকে সুগম করার চেষ্টা করছে না। যতদিন মানুষ নিজেরাই এই বিষয়টি উপলব্ধি করবে এবং ইমাম মাহদীর আবির্ভাবের জন্য চেষ্টা করবে না ততদিন তার আবির্ভাবও ঘটবে না।

বর্তমান পরিস্থিতির উপর মানুষকে আন্তরিকভাবে অসন্তোষ প্রকাশ করতে হবে। এবং মন থেকে চাইতে হবে যে ইমাম মাহদী আসুক এবং এই পরিস্থিতির পরিবর্তন ঘটাক।

কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে আমরা পরিবর্তণ করার কোন চেষ্টা তো করছিই না বরং বর্তমান পরিস্থিতির উপর যেন সন্তুষ্ট আছি। «وجودهُ لطف و تصرُّفُه لطفٌ آخر و غَيبتُهُ منّا؛ইমাম মাহদীর উপস্থিত আমাদের জন্য দয়া আর তিনি যে আমাদের উপর হুকুমত করবেন সেটা আরও একটি দয়, কিন্তু তিনি আমাদের গোনাহের কারণেই অদৃশ্যে রয়েছেন।

পবিত্র কুরআনেও বলা হয়েছে: «ذَلِکَ بِأَنَّ اللهَ لَم یَکُ مُغَیِّراً نعمةً أَنعَمَها عَلَی قَومٍ حتّی یُغَیِّروا ما بِأَنفُسِهِم ...؛ মানুষ যতক্ষণ তাদের নিজেদের পরিবর্তন না চায় আল্লাহ তাদের মধ্যে কোন পরিবর্তন দান করেন না।   শাবিস্তান

captcha