IQNA

পবিত্র কুরআনের হাফেজ হলেন তুরস্কে তিন দৃষ্টি প্রতিবন্ধী

16:21 - December 10, 2016
সংবাদ: 2602123
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের 'ডিয়ার বাকর' প্রদেশের সিলুন শহরের তিন জন দৃষ্টি প্রতিবন্ধী তাদের দৃঢ় প্রচেষ্টার মাধ্যমে সম্পূর্ণ কুরআনের হাফেজ হয়েছেন।
পবিত্র কুরআনের হাফেজ হলেন তুরস্কে তিন দৃষ্টি প্রতিবন্ধী

বার্তা সংস্থা ইকনা: জন্ম থেকে একই পরিবারের তিন সদস্য অন্ধ। দৃষ্টি প্রতিবন্ধী ইউসুফ গাযাজ এবং তার ভাই রেশাদ ও বোন ক্যামেরন জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধী। এই তিন ভাই-বোন জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও তাদের দৃঢ় প্রচেষ্টার মাধ্যমে সম্পূর্ণ কুরআনের হাফেজ হয়েছেন। তারা প্রমাণ করেছেন যদি কারো ইচ্ছা ও দৃঢ় পরিকল্পনা থাকে তাহলে সকল বাধা অতিক্রম করা সম্ভব।

সম্পূর্ণ কুরআনের হাফেজ রেশাদ কুরআন হেফজ সম্পর্কে বলেন: এই পথে অনেক বাধা বিপত্তি রয়েছে। কিন্তু পবিত্র কুরআন হেফজ করার প্রতি দৃঢ় আগ্রহ থাকার জন্য আমরা সকল বাধা অতিক্রম করতে সক্ষম হয়েছি। আমি এবং আমার বোন ক্যামেরন কুরআন হেজফ ক্লাসে অংশগ্রহণ ছাড়াও আরবি ব্যাকরণ, ফিকাহ, তাফসির এবং হাদিসের ক্লাসে অংশগ্রহণ করেছি।

তিনি বলেন: কুরআন হেফজের ক্লাসে যাওর পথে আমাদেরকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। অনেক সময়ে আমরা হোচট খেয়ে মাটিতে পড়ে গিয়েছি। তবে আমরা কখনোই নিরাশ হয়নি। আমরা জানি যে, আমাদের উদ্দেশ্য অনেক বড় একটি উদ্দেশ্যে। আর এজন্য সকল বাধা অতিক্রম করে আমরা আমাদের উদ্দেশ্যকে সফল করেছি।

রেশাদের বোন বলেন: আমি এবং আমার ভাই এক বছরের মধ্যে সম্পূর্ণ কুরআন হেফজ করতে সক্ষম হয়েছি। আমরা প্রতিদিন গভীর আগ্রহের সাথে পবিত্র কুরআনের কয়েক পৃষ্ঠা হেফজ করতাম। আমাদের বর্তমান শর্ত (দৃষ্টি প্রতিবন্ধী হওয়ার করণে) অনুযায়ী এই বিষয়টি অনেক কষ্টসাধ্য ছিল। তবে আমরা প্রমাণ করতে পেরেছি প্রতিবন্ধীত্ব প্রগতির বাধা হতে পারে না।

iqna


captcha