IQNA

সর্বোচ্চ নেতা;

মার্কিন সরকার ধোঁকাবাজ ও বিশ্বাসঘাতক

15:01 - December 13, 2016
সংবাদ: 2602146
আন্তর্জাতিক ডেস্ক: ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা ও ইসলামী বিপ্লবের রাহবার হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী বলেছেন, মার্কিন সরকার ধোঁকাবাজ ও বিশ্বাসঘাতক; এ সরকারের প্রতি কখনও বিশ্বাস করা যায় না।

বার্তা সংস্থা ইকনা: ইরাকের শীর্ষ পর্যায়ের আলেম ও ন্যাশনাল ইরাকি অ্যালায়েন্সের নেতা আম্মার হাকিমের নেতৃত্বাধীন তেহরান সফররত একটি প্রতিনিধিদলকে দেয়া সাক্ষাত অনুষ্ঠানে গতকাল (রোববার) হযরত আয়াতুল্লাহ আল উযমা সাইয়েদ আলী খামেনেয়ী বলেছেন যে, আমেরিকা কখনো তাকফিরি সন্ত্রাসবাদ নির্মূল করতে চায় নি। এর বিপরীতে তারা বিশেষ লক্ষ্য অর্জন করার জন্য বরং মধ্যপ্রাচ্যে নানা রকমের সন্ত্রাসী গোষ্ঠীকে জিইয়ে রাখতে চাইছে।

সর্বোচ্চ নেতা বলেন, আমেরিকা মুখে মুখে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বললেও তাদের ভবিষ্যৎ লক্ষ্য অর্জনের জন্য সন্ত্রাসীদেরকে তারাই পুষে রাখছে। এখনো তারা ইরাকের মসুলে এবং সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসীদেরকে চূড়ান্তভাবে পরাজিত করতে চায় না।  

ইরাকের বিভিন্ন শিয়া মুসলমানদের মধ্যে সাম্প্রতিক ঐক্যের প্রশংসা এবং এর গুরুত্ব তুলে ধরে বলেন, এটি অনেক বড় ঘটনা।  সাম্প্রতিক এ ঐক্য অটুট রাখার পরামর্শ দেন তিনি। গত সেপ্টেম্বর মাস থেকে আম্মার হাকিম শিয়া মুসলমানদের জোট ন্যাশনাল ইরাকি অ্যালায়েন্সের নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এ জোটের অধীনে রয়েছে চারটি রাজনৈতিক দল যাদের নিয়ন্ত্রণে রয়েছে দেশটির জাতীয় সংসদের বেশিরভাগ আসন।   

আজকের সাক্ষাৎ অনুষ্ঠানে সর্বোচ্চ নেতা পরামর্শ দিয়ে বলেন, ন্যাশনাল ইরাকি অ্যালায়েন্স যেন আমেরিকাকে বিশ্বাস না করে। তিনি সতর্ক করে আরো বলেন, আমেরিকা সবসময় ইরাকের মতো শক্তিশালী মুসলিম দেশ গড়ে ওঠার বিরুদ্ধে কাজ করে আসছে।
iqna
captcha