IQNA

পাকিস্তানে ঐক্য সপ্তাহ উপলক্ষে কুরআন প্রতিযোগিতা

23:43 - December 14, 2016
সংবাদ: 2602158
আন্তর্জাতিক ডেস্ক: ঐক্য সপ্তাহ উপলক্ষে পাকিস্তানের কোয়েটা শহরের "মিসবাহ আল-হুদা" নামক কুরআনিক একাডেমীতে পবিত্র কুরআনের শিক্ষার আলোকে বক্তৃতা প্রতিযোগিতা শুরু হয়েছে।
পাকিস্তানে ঐক্য সপ্তাহ উপলক্ষে কুরআন প্রতিযোগিতা
বার্তা সংস্থা ইকনা: হযরত মুহাম্মাদ (সা.)এর পবিত্র জন্মবার্ষিকী এবং ঐক্য সপ্তাহ উপলক্ষে ৭ থেকে ১৩ বছরের শিশুদের জন্য " ইসলামী শিক্ষা ও আমাদের দায়িত্ব" এবং ১৪ বছরের ঊর্ধ্বে যুবক-যুবতীদের "কুরআনের শিক্ষা ও সমাজের উপর তার প্রভাব" বিষয়ের আলোকে বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।
কোয়েটার মিসবাহ আল-হুদা কুরআন একাডেমী কর্মকর্তা 'আব্বাস জাফর' বলেন: এই প্রতিযোগিতার মাধ্যমে শিশু এবং যুবকগণ হযরত মুহাম্মাদ (সা.)এর বরকতময় জীবনী এবং তাঁর নৈতিক গুণাবলীর সাথে পরিচিত হতে পারবে।
উল্লেখ্য, উক্ত প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ১৭ই ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে প্রতিযোগিতায় উত্তীর্ণদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
iqna



captcha