আল-আলাম চ্যানেলের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: বিবৃতিতে আনকারায় রুশ ফেডারেশনের রাষ্ট্রদূত এ্যান্ড্রে কার্লভ হত্যার তীব্র নিন্দা জানিয়ে একে জঘন্য অপরাধ বলে আখ্যায়িত করেছে হিজবুল্লাহ।
এ হত্যাকাণ্ডের মাধ্যমে আন্তর্জাতিক নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দেয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
হিজবুল্লাহ’র ঐ বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা নিশ্চিত যে, সন্ত্রাসী এ হামলা সিরিয়া ও মধ্যপ্রাচ্যের বিষয়ে রাশিয়ার নীতিতে কোন প্রভাব ফেলবে না। বরং সন্ত্রাসী দমনে রাশিয়ার সাথে মিত্র দেশগুলোর সম্পর্ক আরো জোরদার হবে।
ঐ বিবৃতিতে, দুঃখ প্রকাশ করে রুশ এ কর্মকর্তার পরিবারের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।#3555216