IQNA

সেনেগালে ৪০ হাজার কুরআন বিতরণ

0:30 - December 27, 2016
সংবাদ: 2602244
আন্তর্জাতিক ডেস্ক: সেনেগালের 'লুঘা' শহরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সেদেশের মুসলমানদের মাঝে ৪০ হাজার কুরআন বিতরণ করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: উক্ত কুরআন শরিফগুলো কাতারের মানবিক সেবা ইন্সটিটিউট "রাফ"র সহযোগিতায় সেনেগালের 'লুঘা' শহরের স্থানীয় কর্মকর্তাদের উপস্থিতিতে মুসলমানদের মাঝে বিতরণ করা হয়েছে।
কুরআন বিতরণ অনুষ্ঠানে 'লুঘা' শহরের স্থানী কর্মকর্তা 'সাইয়্যেদ আলী বাদর জুব' বলেন: সেনেগলিজ সরকারের কুরআনিক স্কুলের প্রতি বিশেষ দৃষ্টি রয়েছে এবং সরকার বিশ্বাস করে এসকল স্কুলে সমর্থন করার মাধ্যমে সমাজে স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখা সম্ভব হবে।
সেনেগালের কুরআনিক স্কুলের প্রতিনিধি সাইয়্যেদ মুস্তাফা লুহ বলেন: সেনেগালে ৪০ হাজার কুরআন বিতরণের মাধ্যমে কুরআনিক স্কুলের উদ্দেশ্যসমূহ সফল করা সম্ভব হবে।
সেনেগালের ইসলামিক চ্যারিটেবল অ্যাসোসিয়েশনের সভাপতি 'সাইয়েদ মোখতার ফাল' বলেন: বিতরণকৃত কুরআনের সঠিক ব্যবহার এবং সুরক্ষার ব্যাপারে ইসলামিক চ্যারিটেবল অ্যাসোসিয়েশন নিরীক্ষণ করবে।
iqna


captcha