IQNA

কুরআনের নাম শুনে বর্ণবাদীর ছুরিকাঘাত

23:53 - December 28, 2016
সংবাদ: 2602252
আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের এক মুসলিম যুবক পবিত্র কুরআনের নামে শপথ করলে ৫৩ বছরের এক বৃদ্ধ বর্ণবাদী ঐ মুসলিম যুবকের উপর হামলা চালায়।
মসজিদ মেরামতে শিশু বালকের অর্থ সহায়তা

বার্তা সংস্থা ইকনা: ফ্রান্সের ৫৩ বছরের বর্ণবাদী "প্যাট্রিক" তার বন্ধুর সাথে বাসে বসে ছিল। বাসের মধ্যে সে শুনতে পেলো এক যুবক পবিত্র কুরআনের নামে শপথ করে কিছু বলছে। পবিত্র কুরআনের নাম শুনে বর্ণবাদী "প্যাট্রিক" ক্ষিপ্ত হয়ে ঐ যুবক মুসলমানের ওপর ছুরিকাঘাত করে।

মুসলিম ঐ যুবক পরোপকারী ছিলেন এবং হামলার পূর্বে প্যাট্রিকের উদ্দেশ্যে বলেন: আপনার যদি ইসলাম ধর্ম সম্পর্কে কোন সমস্যা থাকে তাহলে আমাকে বলতে পারেন। আমি আপনার সমস্যা দূর করার চেষ্টা করব এবং ইসলাম ধর্ম সম্পর্কে আপনাকে অবগত করব।

কিন্তু ঘাতক ঐ যুবকের সাথে তর্কাতর্কি শুরু করে এবং তার প্যান্টের পকেট হতে চাকু বের করে পিছন থেকে মুসলিম যুবকের উপর হামলা চালায়। অবশেষে এই বিষয়ে ফ্রান্সের পুলিশ হস্তক্ষেপ চালায়।

প্যাট্রিক থানায় উপস্থিত হয়ে ঘটনার বিস্তারিত বিষয়বস্তু না বলেই দাবি করে ফ্রান্সে যেসকল দুর্ঘটনা ঘটেছে, সেগুলো বিবেচনা করে আমি মনে করেছি ঐ মুসলিম যুবক আমাকে বন্দুক দিয়ে গুলি করবে এবং আমি তখন অনেক আতঙ্কে ছিলাম।

মুসলিম যুবকের উকিল 'ইয়াসিন আখয়াতি বলেন: তার ক্লায়েন্ট বর্ণবাদীর আক্রমণের স্বীকার হয়েছেন।

iqna



captcha