IQNA

অসুস্থ শিশুদের জন্য ম্যানচেস্টারের মুসলমানদের উপহার

8:26 - December 30, 2016
সংবাদ: 2602259
আন্তর্জাতিক ডেস্ক: হযরত ঈসা (আ.) এর জন্মবার্ষিকী ও বড়দিন উপলক্ষে যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহরের মুসলিম যুবকেরা, হাসপাতালে অবস্থানরত অসুস্থ শিশুদের মাঝে উপহার বিতরণ করেছে।

Oldham Chronicle ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: মুসলিম ঐ যুবকেরা নতুন বছর শুরু হওয়ার আগেই বই, খেলনা ও চকলেন সংগ্রহ শুরু করে। এরপর হাসপাতালে উপস্থিত হয়ে ঐ উপহারগুলো অসুস্থ শিশুদের মাঝে বন্টন করে দেয়।

মুসলিম যুবকদের ঐ দলের নেতৃত্ব দানকারী লায়েক আহমাদ খান বলেন: আমরা চেয়েছিলাম খুশির এ দিনগুলোতে হাসপাতালে থাকা শিশুদের মনেও খুশি ছড়াতে।

তিনি বলেন: এ সময় আমরা তাদের সাথে ইসলাম ও মুসলমান এবং শান্তির বিষয়ে আমাদের আকিদা সম্পর্কে তাদের সাথে কথা বলেছি।

প্রসঙ্গত, পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশে বিগত বছরগুলো থেকে হযরত ঈসা (আ.) এর জন্মবার্ষিকী উপলক্ষে সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিয়ে থাকেন এসব দেশের মুসলমানেরা। এর অবকাশে তারা ইসলাম ধর্মে হযরত ঈসা (আ.) এর মর্যাদার বিষয়টি স্পষ্ট করে থাকেন।#3557640


captcha