আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের হজ ও উমরা বিষয়ক মন্ত্রী ঘোষণা করেছেন, হজের বিষয়ে আলোচনা করতে ইসলামী প্রজাতন্ত্র ইরানকে আমন্ত্রণ জানানো হয়েছে।
বার্তা সংস্থা ইকনা: সৌদি আরবের হজ ও উমরা বিষয়ক মন্ত্রী মুহাম্মাদ বেন্তিন দাবী করেছেন, সৌদি আরব জাতী ও মাযহাব নির্বিশেষে হজ এবং উমরায় সৌদি সকলের উপস্থিত কাম্য করে। প্রতিবেদন অনুযায়ী, আগামী হজে ইরানী হাজিদের অংশগ্রহণ করার ব্যাপারে প্রাথমিক আলোচনার জন্য তেহরানকে রিয়াদ আমন্ত্রণ জানিয়েছে। উল্লেখ্য, ২০১৫ সালে হজ অনুষ্ঠানে মিনা ট্রাজেডিতে ইরানি সহ বিশ্বের অনেক হাজি নিহত হয়েছে। এর মধ্যে শুধু ইরানের হাজি ছিলেন ৪৬৫ জন। মিনা ট্রাজেডির পরে ইরানি কর্তৃপক্ষ সৌদি আরবের নিকট হজ মৌসুমে ইরানী হাজিদের নিরাপত্তা দাবী করে। এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কোন ইতিবাচক জবাব না পাওয়ার ফলে ইরান সিদ্ধান্ত নিয়েছে গত হজে সৌদি আরবে হাজিদের পাঠাবে না। এরফলে সৌদি সহ তার মিত্ররা তীব্র সমালোচনা করে এবং তারা ইরানের বিরুদ্ধে অভিযোগ করেছে যে, ইরান হজকে রাজনৈতিককরণ করতে চাচ্ছে। iqna