IQNA

জাপানে হেফজে কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

19:09 - January 01, 2017
সংবাদ: 2602274
কুরআন বিষয়ক কার্যক্রম ডেস্ক: জাপানের ১৭তম হেফজে কুরআন প্রতিযোগিতা গত ৩০ ও ৩১ জানুয়ারি এদেশের রাজধানী টোকিও’র ‘আরবি-ইসলামি ইনস্টিটিউট ‘হিরো’তে অনুষ্ঠিত হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: প্রতিযোগিতাটি ‘উৎসুকা’ মসজিদের উদ্যোগে এবং বিশ্ব হেফজে কুরআন সংস্থার সহযোগিতা ৭টি বিভাগে –পূর্ণ কুরআন, ৫ পারা, ২ পারা, ১ পারা, অর্ধ পারা, একটি সূরা এবং তেলাওয়াত- অনুষ্ঠিত হয়েছে।

অনুর্ধ্ব ১৭ এবং ১৭ বছরের বেশী বয়সের প্রতদ্বন্দীরা দু’টি পৃথক গ্রুপে পরস্পরের প্রতিদ্বন্দিতা করেন। নারী ও পুরুষদের জন্যও ছিল আলাদা ব্যবস্থা।

প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী একজন প্রতিযোগী সর্বোচ্চ একটি বিভাগে অংশগ্রহণের সুযোগ পেয়েছে।

টোকিও’তে অবস্থিত ঐ ইসলাম সেন্টারের পরিচালক ‘নাসের নাঈম’, জাপানের ইসলামি ওয়াফক বিষয়ক সংস্থার প্রধান শাইখ আকিল সিদ্দিকী, বেশ কয়েকজন ইসলামি ব্যক্তিত্ব এবং প্রতিদ্বন্দীদের পরিবারের সদস্যবৃন্দ এ প্রতিযোগিতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, প্রতিটি বিভাগে প্রথম স্থান অধিকারী পুরস্কার হিসেবে ওমরাহ হজ্ব করার সুযোগ পাবে।#3558511


captcha