IQNA

ইস্তানবুলের মসজিদে সন্ত্রাসী হামলা

17:24 - January 02, 2017
সংবাদ: 2602280
আন্তর্জাতিক ডেস্ক: গতকাল (১ম জানুয়ারি) বিকালে এক সশস্ত্র ব্যক্তি 'সারি ইয়ার' এলাকার "হাসান পাশা" মসজিদে প্রবেশ করে মুসল্লিদের উদ্দেশ্য করে গুলি বর্ষণ করে।

বার্তা সংস্থা ইকনা: তুরস্কের ইস্তানবুল শহরের 'সারি ইয়ার' এলাকার "হাসান পাশা" মসজিদে সন্ত্রাসী হামলায় ২ জন আহত হয়েছে।
আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
সন্ত্রাসী এই হামলার ব্যাপারে তুরস্কের পুলিশ এখনও কোন তথ্য জানায়নি। বর্তমানে পুলিশ এ ব্যাপারে প্রয়োজনীয় পর্যবেক্ষণ করছে।
iqna


captcha