IQNA

ইমাম মাহদীর (আ.) শানে নাযিল হওয়া কুরআনের একটি আয়াত

23:54 - January 05, 2017
সংবাদ: 2602303
আন্তর্জাতিক ডেস্ক:: পবিত্র কুরআনে ইমাম মাহদী (আ.) সম্পর্কে অনেক আয়াত নাযিল হয়েছে; সেগুলোর কিছুতে প্রত্যক্ষ এবং কিছুতে পরোক্ষভাবে ইমাম মাহদীর প্রতি ইশারা করা হয়েছে। আবার রাসূল (সা.) ও মাসুস ইমামগণ (আ.) থেকেও ইমাম মাহদী (আ.) সম্পর্কে অনেক হাদীস বর্ণিত হয়েছে।
ইমাম মাহদীর (আ.) শানে নাযিল হওয়া কুরআনের একটি আয়াত

শাবিস্তানের বারাত দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: পবিত্র কুরআনের সূরা নামালের ৬২ নং আয়াতে বর্ণিত হয়েছে;

«أَمَّنْ یُجیبُ الْمُضْطَرَّ إِذا دَعاهُ وَ یَكْشِفُ السُّوءَ وَ یَجْعَلُكُمْ خُلَفاءَ الْأَرْضِ»

অর্থাৎ তিনিই আর্তের ফরিয়াদ শ্রবণ করেন যখন সে তাকে আহ্বান করে এবং বিপদ-আপদ দূরীভূত করেন, আর তোমাদেরকে পৃথিবীতে প্রতিনিধি করেন?

এ আয়াতের তাফসীরে ইমাম জাফর সাদীক (আ.) বর্ণনা করেছেন যে, এ আয়াতটি ইমাম মাহদীর শানে নাযিল হয়েছে; আল্লাহর শপথ! এখানে ফরিয়াদকারী বলতে তাকেই (ইমাম মাহদীকে) বুঝান হয়েছে। যখন সে একাগ্রে দাড়িয়ে দু’রাকাত নামায আদায় করে আল্লাহর নিকট ফরিয়াদ করে, তখন আল্লাহ তার ফরিয়াদ শ্রবণ করে এবং তার সমস্যাদি সমাধান করে। অত:পর তাকে পৃথিবীতে স্বীয় প্রতিনিধি হিসেবে মনোনীত করেন। দ্র: বিহারুল আনওয়ার, ৫১তম খণ্ড, পৃ. ৪৮

captcha