IQNA

সৌদি আরব কর্তৃক;

দায়েশকে সহযোগিতার কথা স্বীকার করলেন ‘বিন তাল্লাল’

21:32 - January 06, 2017
সংবাদ: 2602306
আন্তর্জাতিক ডেস্ক: টেলিভিশনে প্রদত্ত এক সাক্ষাতকারে সৌদি আরব ও উপসাগরীয় অঞ্চলের আরব দেশগুলো কর্তৃক সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে সহযোগিতার কথা স্বীকার করেছেন সৌদি রাজ পরিবারের সদস্য ‘ওয়ালিদ বিন তাল্লাল’।

আল-আলামের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: বিশিষ্ট ব্যবসায়ী ও সৌদি রাজ পরিবারের সদস্য ওয়ালিদ বিন তাল্লালের দেশ ত্যাগের উপর নিষেধাজ্ঞা আরোপ এবং সকল প্রকার সরকারি সেবা বন্ধের নির্দেশ দিয়েছে সৌদি বিচার বিভাগ। আদালতের এ রায় গত সপ্তাহে সোমবার সৌদি এক দৈনিকে প্রকাশিত হয়।

গণমাধ্যমে তাল্লালের সাক্ষাতকারের প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ গৃহীত হয়েছে বলে মনে করছেন সামাজিক যোগাযোগের ওয়েব সাইটে সক্রিয়রা। তাল্লাল তার ঐ সাক্ষাতকারে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ প্রতিষ্ঠা এবং এ গোষ্ঠীর প্রতি সমর্থন ও আর্থিক সহযোগিতায় সৌদি আরবের ভূমিকার বিষয়ে মুখ খোলেন তিনি।

তাল্লাল বিন ওয়ালিদ সিএনএন’কে দেয়া সাক্ষাতকারে সৌদি ও উপসাগরীয় অঞ্চলের দেশসমূহের শাসক গোষ্ঠী কর্তৃক সন্ত্রাসী গ্রুপ দায়েশের প্রতি সমর্থন এবং আর্থিক সহযোগিতা প্রদানের বিষয়টি উল্লেখ করেছেন। এছাড়া সন্ত্রাসী এ গ্রুপটি রিয়াদে গঠিত হওয়ার তথ্য ফাঁস করে, বিভিন্ন আরব দেশে এ গ্রুপটির তৎপরতায় সৌদি আরব কর্তৃক আর্থিক সহায়তা প্রদানের বিষয়টিকে হাইলাইট করেন তিনি।#3560059


captcha