পার্সটুডের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ‘রোক্সানা ইলিনা নেগ্রা’ নামের ৩৮ বছর বয়স্ক এই নারী ইতালির রাজধানী রোমের অধিবাসী এবং তিনি মনোরোগ বিষয়ে একজন বিশেষজ্ঞ। ১২ ইমামি শিয়া মুসলিম মাজহাবকে নিজের মাজহাব হিসেবে নির্বাচন করেছেন এই নওমুসলিম।
ইসলাম ধর্ম গ্রহণ প্রসঙ্গে রোক্সানা বলেছেন, মনোবিজ্ঞান বিষয়ে ব্যাপক গবেষণা এবং নবী-রাসুলদের জীবনী ও তাঁদের প্রচারিত আসমানি ধর্মগ্রন্থগুলো পড়ে নানা ধর্ম ও বিশেষ করে ইসলাম ধর্ম সম্পর্কে জানাতে পারেন। আর এভাবেই ইসলাম ধর্মের সত্যতার বিষয়টি তিনি বুঝতে সক্ষম হন।
তিনি বলেছেন, নামাজ পড়া শিখে তার এ ধারণা হয়েছে যে নামাজ মহান আল্লাহ’র নির্দেশিত এমন এক অনুশীলন যা মানুষকে এনে দেয় প্রশান্তি।
শিয়া মুসলিম মাজহাব অনুসরণ প্রসঙ্গে তিনি বলেছেন, গবেষণার মাধ্যমে তার এই দৃঢ় বিশ্বাস জন্মেছে যে বিশ্বনবী (সা) তার স্থলাভিষিক্ত নির্বাচনের জন্য সঠিক পদক্ষেপ নিয়েছিলেন এবং এ বিষয়টির সত্যতা তার কাছে স্পষ্ট হয়েছে।
ইমাম রেজা (আ)’র পবিত্র মাজারের বিদেশী জিয়ারতকারী সংক্রান্ত দপ্তরে রোক্সানার ইসলাম ধর্ম গ্রহণের শুভ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।