আরাকান বার্তা সংস্থার উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: আরাকান ওয়াচ জানিয়েছে, সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা অব্যাহত রেখেছে মিয়ানমার নিরাপত্তা বাহিনী। এবার মাগরিবের নামাযের পর মসজিদে অবস্থানের কারণে ১৫ জন মুসল্লিকে এবং কুরআন শেখানোর কারণে ৮ জন রোহিঙ্গাকে আটক করেছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী।
এছাড়া নিরাপত্তা বাহিনীর সদস্যরা অজ্ঞাত কারণে কৃষি ক্ষেতে কর্মরত ১০ মুসলমানকে ধরে নিয়ে গেছে।
প্রসঙ্গত, মিয়ানমারের প্রতিরক্ষা মন্ত্রী সম্প্রতি, রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের কাছে সময় চেয়েছে।
মিয়ানমারের সরকারি বাহিনী ও উগ্র বৌদ্ধদের নৃশংসতা থেকে প্রাণ ভয়ে দেশ ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে প্রায় ৮৭ হাজার রোহিঙ্গা মুসলিম।#3566545