IQNA

মালয়েশিয়ায় নির্মিত হতে যাচ্ছে কুরআনিক বিশ্ববিদ্যালয়

18:00 - February 06, 2017
সংবাদ: 2602484
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার টারাঙ্গানু প্রদেশের ইসলামী এবং কুরআন বিশেষজ্ঞদের প্রশিক্ষণ দেওয়া জন্য একটি নতুন কুরআনিক বিশ্ববিদ্যালয় নির্মাণ করা হবে।
মালয়েশিয়ায় নির্মিত হতে যাচ্ছে কুরআনিক বিশ্ববিদ্যালয়

বার্তা সংস্থা ইকনা: মালয়েশিয়ার টারাঙ্গানু প্রদেশের শিক্ষা, বিজ্ঞান এবং প্রযুক্তি কমিটির সভাপতি লতিফ আওনাঙ্গ ৫ম ফেব্রুয়ারি বলেছেন, এই বিশ্ববিদ্যালয়টি নির্মাণের জন্য উক্ত প্রদেশের কর্মকর্তাদের সাথে ফেডারেল সরকারের কর্মকর্তাদের প্রাথমিক আলোচনা সম্পন্ন হয়েছে।

তিনি বলেন: আমরা আশাবাদী অতি শীঘ্রই এই বিশ্ববিদ্যালয়টি নির্মাণ কাজ শুরু হবে। এর মাধ্যমে জনগণের মধ্যে কুরআনিক জ্ঞানের বিস্তার হবে এবং এই প্রদেশটি একটি জ্ঞানচর্চার শহরে পরিণত হবে।

এই বিশ্ববিদ্যালয়ের নাম "ইমতিয়াজ" নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে টারাঙ্গানু প্রদেশে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্মাণের জন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।

মালয়েশিয়ার উচ্চ শিক্ষা মন্ত্রী 'ইদ্রিস জুসু' যখন টারাঙ্গানু রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন তখন তিনি এই বিশ্ববিদ্যালয় নির্মাণের প্রস্তাব দেন।

বর্তমানে উক্ত প্রদেশে একটি দারুল কুরআন ইন্সটিটিউট রয়েছে। অতি শীঘ্রই এটি কলেজে রূপান্তরিত হবে।

iqna




captcha