IQNA

মস্কোয় হালাল পণ্যের প্রদর্শন

23:32 - February 08, 2017
সংবাদ: 2602500
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার রাজধানী মস্কোয় ৬ ফেব্রুয়ারি হালাল পণ্যের প্রদর্শন শুরু হয়েছে।
মস্কোয় হালাল পণ্যের প্রদর্শন

বার্তা সংস্থা ইকনা: রাশিয়ার যে সকল খাদ্য কোম্পানি হালাল পণ্য উৎপাদনে সক্রিয় রয়েছে তারা এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছ।

এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য হচ্ছে ভোক্তাদের মাঝে হালাল পণ্য উপস্থাপন, হালাল পণ্যের উৎপাদন বৃদ্ধি এবং রাশিয়ায় হালাল খাদ্য একটি অবিচ্ছেদ্য অংশ তা প্রমাণ করা।

হালাল পণ্যের প্রদর্শনীর আয়োজক কমিটি সেদেশের মুফতি কাউন্সিল এবং মুসলমানদের আধ্যাত্মিক প্রশাসনের সহায়তায় এই প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনী ১০ম ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে।

প্রদর্শনী চলাকালীন সময়ে বিশেষজ্ঞ এবং অংশগ্রহণকারীরা একে অপরের সাথে তথ্য আদান-প্রদান, দেশীয় ও বিদেশী বাজারের প্রবণতার উপর নিজেদের মতামত প্রদান, মুসলিম দেশে হালাল পণ্যের রপ্তানি বৃদ্ধি এবং হালাল পণ্যের আন্তর্জাতিক মান বজায় রাখার প্রয়োজনীয়তা ওপর আলোচনা করবে।

উল্লেখ্য. বর্তমানে রাশিয়ায় প্রায় ২ কোটি ৮০ লাখ মুসলিম নাগরিক রয়েছে, যা সেদেশের মোট জনসংখ্যার প্রায় ২০ শতাংশ।

iqna


captcha