শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম মাহদী(আ.) আমাদের সকল কর্ম সম্পর্কে অবগত আছেন এবং তিনি আমাদের ভাল ও মন্দ কর্ম সম্পর্কে খবর রাখেন।
পবিত্র কুরআনে বলা হয়েছে, «فَكَيْفَ إِذا جِئْنا مِنْ كُلِّ أُمَّةٍ بِشَهِيدٍ وَ جِئْنا بِكَ عَلى هؤلاءِ شَهِيداً» মহানবী (সা.) এবং তার পবিত্র আহলে বাইত কিয়ামতের দিন সাক্ষ্য দিবেন। সুতরাং কিয়ামতের দিন ফেরেশতাগণ, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ এবং নবী ও ইমামগণ মানুষের কর্ম সম্পর্কে সাক্ষ্য দিবেন।
তবে এই সাক্ষ্যের অর্থ হচ্ছে নবীগণ ও ইমামগণ জানেন যে আমরা কেমন ধরনের মানুষ এবং আমাদের কর্মের পরিণতি কি। আর এই বিষয়গুলিই তারা কিয়ামতের দিন সাক্ষ্য দিবেন।
আল্লাহ হচ্ছেন সাত্তারুল উয়ুব অর্থাৎ তিনি মানুষের সকল ত্রুটিকে গোপন রাখেন। কিন্তু নবীগণ ও ইমামগণ যেহেতু আল্লাহর বিশেষ বান্দা এবং বিশ্বস্ত বান্দা তাই তারাও আল্লাহর প্রতিনিধি হিসাবে মানুষের সকল খবর জানেন। কিন্তু তারা তা কারও কাছে প্রকাশ করেন না।
যেমন শবে কদরে মানুষের সকল আমল নবীর কাছে পেশ করা হয়, আর বর্তমানে তা পেশ করা হয় শেষ হুজ্জাত ইমাম মাহদীর কাছে।