IQNA

ট্রাম্পের জনপ্রিয়তায় আরও ধস নেমেছে

23:54 - February 08, 2017
সংবাদ: 2602502
আন্তর্জাতিক ডেস্ক: রাজনীতি হচ্ছে অনেকটাই পপ মিউজিকের জগতের মতো। এই মুহূর্তে হয়তো তুঙ্গে অবস্থান করছে তো পরক্ষণেই নেমে যাচ্ছে খাদের কিনারে। এটা কেন ঘটছে তা প্রায়শ বোঝা কঠিন।

বার্তা সংস্থা ইকনা: কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাত্র দুই সপ্তাহের দায়িত্ব পালনকালে মনে হচ্ছে সবকিছু যেন কেবলই খারাপ থেকে চরম খারাপের দিকে যাচ্ছে। নতুন এক জরিপে দেখা গেছে, আধুনিক রাজনীতির ইতিহাসে সবচেয়ে কম জনপ্রিয় ব্যক্তি হিসাবে দায়িত্ব গ্রহণকারী প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা আরও নিচে নেমে গেছে।

গ্যালাপের ওই জরিপে দেখা যায়, গত দুই সপ্তাহে দায়িত্ব পালনকালে ট্রাম্প যেসব পদক্ষেপ নিয়েছেন তাতে সমর্থন করেননি ৫৩ শতাংশ মানুষ। অন্যদিকে ট্রাম্পের কাজে সমর্থন দিয়েছেন মাত্র ৪২ শতাংশ।

গ্যালাপ জানায়, ট্রাম্পের অভিষেকের দুদিন পর ২২ জানুয়ারি তার প্রতি সমর্থন ও অসমর্থনের পাল্লা ছিলো সমান সমান অর্থাৎ ৪৫-৪৫ শতাংশ। দায়িত্ব পালনের প্রথম সপ্তাহে তার প্রতি জনগণের সমর্থন আট পয়েন্ট কমে যায়। যদিও ট্রাম্পের প্রতি সমর্থন ও বিরোধিতার মধ্যে ব্যবধান কখনই বর্তমান জরিপের ফলাফলের চেয়ে বেশি ছিলো না। বর্তমান জরিপে ১২ পয়েন্টের ব্যবধান দেখা গেছে।

প্রায় ১৫০০ প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিকের টেলিফোনে নেয়া সাক্ষাৎকারের ভিত্তিতে সর্বশেষ গ্যালাপ জরিপ পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটি প্রেসিডেন্ট আইসেনহাওয়ারের সময় থেকে প্রত্যেক প্রেসিডেন্টের কর্মকা-ের ওপর নাগরিকদের সমর্থন বা অননুমোদনের বিষয়ে জরিপ চালিয়ে এসেছে।

ট্রাম্পের কর্মকা-ে ৫৩ শতাংশ মানুষের সমর্থন নেই বলে জরিপের ফলাফলে দেখা গেছে। তুলনায় সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ক্ষমতা গ্রহণের দ্বিতীয় সপ্তাহে তার প্রতি সমর্থন জানানো নাগরিকের সংখ্যা ছিলো ৬৫ শতাংশ। অন্যদিকে ২০০১ সালের প্রথম দিকে জর্জ ডব্লিউ বুশের প্রতি সমর্থন জানায় ৫৪ শতাংশ মানুষ।

ক্ষমতাসীন হওয়ার দুই সপ্তাহে কিছু নির্বাহী আদেশের বাস্তবায়নে বিশৃক্সক্ষলা দেখা দেয়ার প্রেক্ষিতেই ট্রাম্পের প্রতি জনসমর্থন কমেছে বলে ধারণা করা হচ্ছে।

জরিপে দেখা যায়, প্রায় ৫০ শতাংশ মানুষ মনে করেন, দেশের প্রধান সমস্যাগুলোর মোকাবিলায় ট্রাম্প খুব বেশি তড়িঘড়ি করছেন। ৩৫ শতাংশ মনে করেন তার গতি যথাযথ। মাত্র ১০ শতাংশ মানুষ মনে করে ট্রাম্পের আরও দ্রুত কাজ করা উচিৎ।

এদিকে বারাক ওবামা ক্ষমতার প্রথম ১২ দিনে ১৯টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন যা ট্রাম্পের চেয়ে দুটি বেশি। অথচ তখন মাত্র ২২ শতাংশ মানুষ মনে করেছিলো যে, প্রেসিডেন্ট তড়িঘড়ি করে কাজ করছেন।

সূত্র: আমাদের সময়
captcha