বার্তা সংস্থা ইকনা: ইরানে ইসলামি বিপ্লবের গৌরবোজ্জ্বল ৩৮তম বিজয় বার্ষিকী আজ পালিত হয়েছে। বিজয় বার্ষিকী উপলক্ষে গোটা ইরান জুড়ে র্যালী প্রদর্শন হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এই বছরে অধিক জনগণ উপস্থিতি হয়েছে। এর জন্য আরব দেশসমূহের মিডিয়া সহ বিশ্বের বিভিন্ন মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
লন্ডনের "আল-কুদ্দুস আল-আরাবী" এ ব্যাপারে লিখেছে: ইরানের রাজধানী তেহরান সহ অন্যান্য শহরে লাখ লাখ মানুষ বিপ্লব বার্ষিকীর র্যালীতে অংশগ্রহণ করেছে। ইরানে ইসলামি বিপ্লবের ৩৮তম বিজয় বার্ষিকীর র্যালীতে "আমেরিকা নিপাত যাক" শ্লোগানের মাধ্যমে শুরু হয়েছে।
জর্ডানের স্যাটেলাইট নেটওয়ার্কিং ওয়েবসাইট "আল ঘাদ" লিখেছে: বিশ্বের বিভিন্ন দেশর বিদেশী অতিথিবৃন্দ সহ ইসলামী প্রজাতন্ত্র ইরানের সিনিয়র কর্মকর্তাগণ বিজয় র্যালীতে অংশগ্রহণ করেছেন।
"মিসর ২৪" সংবাদ সংস্থা তার শিরোনাম প্রকাশিত করেছে: ২৫০ জন বিদেশী সাংবাদিক ইরানে ইসলামি বিপ্লবের ৩৮তম বিজয় বার্ষিকীর র্যলীর খবর সম্প্রচার করছে। আজকের সমাবেশের ঘটনা আবরণ দেয়র জন্য লিখেছেন: ১৯৭৯ সালের ইরানে ইসলামি বিপ্লবের বিজয় হয়। এ জন্য সহস্রাধিক বিদেশী মেহমান এই র্যালীতে অংশগ্রহণ করেছেন।
কাতারের "আল জাজিরা" লিখেছে: ইরানের কিছু কর্মকর্তা পূর্বে ঘোষণা করেছিলেন যে, ইরানের নাগরিকদের আমেরিকায় প্রবেশের ওপর ডোনান্ড ট্রাম্প যে নিষেধাজ্ঞা জারি করেছে, ইসলামি বিপ্লবের বিজয় বার্ষিকীর র্যালীতে ইরানী জনগণ তার জবাব দেবে। এজন্য এই বছরের বিজয় র্যালীর বিশেষ গুরুত্ব রয়েছে।
এছাড়াও ইরানে ইসলামি বিপ্লবের ৩৮তম বিজয় বার্ষিকী উপলক্ষে সিরিয়ার সংবাদ সংস্থা "সানা", লেবাননের "আল মিনার" ও "আল আহাদ", মিশরের "আল মিশরিল ইয়াউম" ও "সিদাল বালাদ" ও "আল ইয়াউমুস সাবায়" এবং ইরাকের "আল সুমারিয়া নিউজ পৃথক পৃথক প্রতিবেদন প্রকাশ করেছে।
উল্লেখ্য, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বত্র আজ (শুক্রবার) বিপ্লব বার্ষিকীর র্যালিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে শ্লোগান দেয়া হয়েছে। ট্রাম্পের ইরানবিরোধী নীতি-অবস্থানের নিন্দা জানিয়ে র্যালিতে অংশগ্রহণকারীরা বলেছেন, তারা ট্রাম্পের হুমকিতে ভীত নন এবং হুমকিকে পরোয়া করে না ইরান।
ইরানে প্রতিবছর ইসলামি বিপ্লব বার্ষিকীর র্যালিতে সাধারণত 'আমেরিকা নিপাত যাক ও ইসরাইল ধ্বংস হোক' শ্লোগানটি প্রাধান্য পায়। কিন্তু এ বছরের র্যালিতে সবার কণ্ঠেই ছিল আরও কয়েকটি নতুন শ্লোগান। এগুলোর মধ্যে অন্যতম হলো- 'ট্রাম্প নিপাত যাক, ইসরাইল ধ্বংস হোক' এবং 'ভয় করি না হুমকি-ধমকি'।
এছাড়া আজকের র্যালিতে অংশগ্রহণকারী জনতা একটি ইশতেহার প্রকাশ করে বলেছে, আমেরিকা এখনও ইরানের এক নম্বর শত্রু। আমেরিকার ইরানবিরোধী তৎপরতা মোকাবেলায় সব ধরনের পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
ইরানের সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতার বিভিন্ন ধারা লঙ্ঘন, নতুন করে নিষেধাজ্ঞা আরোপ এবং বিভিন্ন হুমকির নিন্দা জানিয়ে ইশতেহারে আরও বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা ইস্যুতে কোন ছাড়া দেয়া যাবে না এবং প্রতিরক্ষার জন্য ক্ষেপণাস্ত্র কর্মসূচি চলবে।
iqna