IQNA

ইমাম আলীর (আ.) ভাষায় ফাতেমা যাহরা (সা. আ.)

19:13 - February 12, 2017
সংবাদ: 2602515
রাসূলের (সা.) ঘোষণা অনুযায়ী নবী নন্দিনী হযরত ফাতেমা যাহরা (সা. আ.) জান্নাতের নারীদের নেতা এবং নারী জাতির মধ্যে সবচেয়ে মর্যাদাবান ও ফজিলতপূর্ণ নারী। তিনি আমিরুল মু’মিনিন আলীর (আ.) সুযোগ্যা স্ত্রী।

শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: হাদীসের বর্ণনা অনুযায়ী রাসূল (সা.) সরাসরি আল্লাহর নির্দেশে স্বীয় কন্যা ফাতেমা যাহরাকে (সা. আ.) আলী ইবনে আবি তালিবের (আ.) সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। তাদের উভয়ের বিবাহোত্তর অনুষ্ঠানে রাসূল (সা.) আলীকে জিজ্ঞাসা করেন যে, ফাতেমাকে কেমন পেয়েছ? জবাবে তিনি বলেন:

"نعم العون علی طاعه الله."

অর্থাৎ আল্লাহর ইবাদত ও আনুগত্যে একজন সুযোগ্য সহকারী হিসেবে। এ সংক্ষিপ্ত অথচ অর্থবহ সংজ্ঞার মধ্য দিয়ে আমিরুল মু’মিনিন আলী (আ.) তার জীবনসঙ্গী তথা ফাতেমা যাহরার (সা. আ.) মহিমান্বিত ব্যক্তিত্ব ও ফজিলত আমাদের নিকট তুলে ধরেছেন। প্রকৃতপক্ষে একজন যোগ্য স্বামী কিংবা স্ত্রীর আসল পরিচয় হচ্ছে তারা আল্লাহর ইবাদত ও আনুগত্যের ক্ষেত্রে পরস্পরের সহযোগী হবে; না শয়তানের আনুগত্যের ক্ষেত্রে। সুতরাং একজন আদর্শ স্বামী ও স্ত্রীর বৈশিষ্ট্য এমনই হওয়া উচিত।

নবী নন্দিনীর ফজিলতে এখানে আরও একটি রেওয়ায়েত বর্ণনা করা উপযুক্ত মনে করছি- হাদীসে বর্ণিত হয়েছে যে, হযরত মারিয়াম তাঁর যুগের নারীদের মধ্যে  সবচেয়ে উত্তম; হযরত ফাতেমা সমস্ত যুগের নারীদের মধ্যে সর্বোত্তম। কাজেই হযরত মারিয়ামের চেয়েও রাসূলের (সা.) কন্যা অধিক ফজিলতের অধিকারী।
captcha