IQNA

সৌদি আরবে আইএসের ৪ টি আস্তানা ধ্বংস, আটক ১৮

10:59 - February 17, 2017
সংবাদ: 2602551
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে জঙ্গি গোষ্ঠী আইএসের চারটি আশ্রয়স্থল ধ্বংস করে তাদের সঙ্গে সম্পৃক্ত ১৮ জনকে আটক করেছে সৌদি পুলিশ। সৌদিতে সিরিয়া ও ইরাকের গড়ে তোলা আইএসের ওই আশ্রয়স্থলে অভিযান চালায় দেশটির পুলিশ। গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তা নিশ্চিত করেছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বার্তা সংস্থা ইকনা: দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আটককৃত ১৮ জনের মধ্যে ১৫ জনই সৌদির নাগরিক। বাকি তিনজন ইয়েমেন ও সুদানের নাগরিক। আটককৃতদের কাছ থেকে ২ মিলিয়ন সৌদি রিয়াল জব্দ করেছে পুলিশ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো জানায়, মক্কা, মদিনা, রিয়াদ ও আল কাসিমে আইএসের অনেক আশ্রয়স্থল ছড়িয়ে রয়েছে। সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল মনসুর আল-টুর্কি গণমাধ্যমকে জানান, আটকৃতদের মধ্যে অনেকে রিয়াদে অবস্থিত আল-ইয়েমেন আইএস সংস্থাকে অস্ত্র সরবরাহ করতো। আর বাকি কয়েকজন চলতি মাসে জেদ্দার হযরত অঞ্চলে দুইটি আত্মঘাতী বোমা হামলার সঙ্গে সম্পৃক্ত ছিল।    
আমাদের সময়.কম
captcha