IQNA

ইতালীয় ফটোগ্রাফের লেন্সে ইরানী মসজিদ + ছবি

20:46 - February 17, 2017
সংবাদ: 2602554
আন্তর্জাতিক ডেস্ক: ইতালীয় ফটোগ্রাফার 'মাসিমো রামী" সম্প্রতি এক অ্যালবাম প্রকাশ করেছে। "পবিত্র শিল্পসমূহ" নামে এই অ্যালবামে ইরানের অনন্য মসজিদসমূহের সুন্দর চিত্র ফুটে উঠেছে।
ইতালীয় ফটোগ্রাফের লেন্সে ইরানী মসজিদ
বার্তা সংস্থা ইকনা: ফটোগ্রাফার 'মাসিমো রামী" তার নিজস্ব ওয়েবসাইটে লিখেছেন: "(ইরানে) ক্রমাগত হামলার স্বীকার এবং সাংস্কৃতিক অভিঘাত থাকা সত্ত্বেও অন্যান্য দেশের তুলনায় এ দেশের স্থাপত্য ভিন্ন ও স্বতন্ত্র।"

রামী ইরানের স্থাপত্য ঈশ্বরের পবিত্র জিওমেট্রিক সৌন্দর্য বলে অবিহিত করে গুরুত্বারোপ করে বলেন: ইরানের ঐতিহ্যবাহী স্থাপত্যের বিজ্ঞান ও শিল্পকলা উভয় ক্ষেত্রেই পবিত্র জিওমেট্রিক ব্যবহার করা হয়েছে।

iqna


captcha