IQNA

দুই রাষ্ট্র-ভিত্তিক সমাধানের সুযোগ শেষ: হামাস

16:51 - February 25, 2017
সংবাদ: 2602604
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, দু’টি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ফিলিস্তিন সংকট সমাধানের সুযোগ শেষ হয়ে গেছে; কাজেই ফিলিস্তিনের পূর্ণ স্বাধীনতা ছাড়া এখন আর কোনো পথ নেই।


বার্তা সংস্থা ইকনা: হামাসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য খলিল হাইয়া শুক্রবার গাজা শহরের জুমার খুতবায় এ আহ্বান জানান। তিনি বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডকে ভাগ করা যাবে না। এখানকার জনগণ তাদের মাতৃভূমি মুক্ত করার লক্ষ্যে সংগ্রাম চালিয়ে যাবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

খলিল হাইয়া বলেন, "ফিলিস্তিনে  কোনো দখলদারের স্থান হবে না। আমরা ওদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে এই ভূখণ্ড থেকে ওদেরকে বের করে ছাড়ব।”

ফিলিস্তিনে সম্প্রতি অনুষ্ঠিত এক জনমত জরীপে দেখা গেছে, সেখানকার শতকরা ৬৭ ভাগ মানুষ দুই রাষ্ট্র-ভিত্তিক সমাধান মানেন না। এ ছাড়া, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইল ও ফিলিস্তিন নামক দু’টি আলাদা রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সংকটের স্থায়ী সমাধানের যে চেষ্টা আমেরিকার বিগত সরকারগুলো করে আসছিল নয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি তার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন।

পার্সটুডে
captcha