IQNA

যে বৈশিষ্ট্য অর্জন করার প্রতি ইমাম আলী সুপারিশ করেছেন

23:26 - February 25, 2017
সংবাদ: 2602607
আমিরুল মু’মিনিন হযরত আলী(আ.) একটি হাদিসে মানুষকে কিছু বিশেষ শিল্প অর্জন করার প্রতি সুপারিশ করেছেন।


বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: দূরদর্শিতা একটি শিল্প, দূরদর্শী থাকার পরিণাম হচ্ছে সুস্থতা ও সফলতা, যে দূরদর্শিতার মাধ্যমে উন্নতির দিকে যেতে চায় না, তার অক্ষমতা তাকে পরাজয়ের দিকে নিয়ে যায়।

আমিরুল মু’মিনিন হযরত আলী ইবনে আবি তালিব(আ.) বলেছেন: «الحَزمُ صِناعَةٌ ، ثَمَرةُ الحَزمِ السَّلامَةُ ، مَن لَم يُقَدِّمْهُ الحَزمُ أخَّرَهُ العَجْزُ .»

ইরানীদের দূরদর্শিতা ও শত্রুকে চেনার ক্ষমতা ইরানে ইসলামী বিপ্লবের অগ্রযাত্রা অব্যাহত থাকার অন্যতম প্রধান কারণ। স্বৈরাচারী শাহের বিরুদ্ধে ইসলামী ধর্মতত্ত্ব শিক্ষার জন্য বিখ্যাত কোম শহরে ১৯৭৮ সালের নয়ই জুন গণ-অভ্যুত্থান শুরু হয়।

ইসলামী বিপ্লবের মহামান্য রাহবার বলেছেন," ১৯৭৮ সালের নয়ই জুন জনতার ওই অভ্যুত্থান ছিল সাম্রাজ্যবাদী শক্তি এবং স্বৈরাচারী শাহ সরকারের প্রতি একটি বড় চপেটাঘাত, মরহুম ইমাম খোমেনী (র.)'র দিক-নির্দেশনায় ওই অভ্যুত্থানই ১৯৭৯ সালের ১১ ই ফেব্রুয়ারি ইসলামী বিপ্লবের বিজয়ের পটভূমি তৈরি করেছে।"

আয়াতুল্লাহ খামেনেয়ীর মতে, ওই বড় ঘটনা প্রমাণ করেছে যে, দূরদর্শিতা বা বিচক্ষণতায়, দায়িত্বশীলতায় ও সঠিক সময়ে ময়দানে সক্রিয় হবার ক্ষেত্রে কোমের জনগণ অন্যদের চেয়ে এগিয়ে ছিল। তিনি পরিস্থিতি সম্পর্কে সঠিক মূল্যায়ন ও দূরদর্শিতা, দায়িত্বশীলতা ও সঠিক সময়ে ময়দানে সক্রিয় হওয়াকে খোদায়ী পরীক্ষায় এবং বস্তুগত ও আধ্যাত্মিক অগ্রগতির তিনটি প্রধান চালিকা শক্তি বলে মনে করেন।
শাবিস্তান
captcha